Fire in Hospital: মাঝরাতে দাউদাউ করে জ্বলে উঠল সরকারি হাসপাতাল, পুড়ে খাক ICU
Fire in Hospital: হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ার আগেই সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল।

ভোপাল: শনিবারের রাতে চরম উত্তেজনা। অন্ধকারের মধ্যেই রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালে লাগল ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলে গেল হাসপাতালের একাংশ।
ঘটনা মধ্যপ্রদেশের গাওলিওরের। সেখানে কমলা রাজ হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে লাগল আগুন। জানা গিয়েছে, সেই বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ICU-তেই ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। সেই সময় হাসপাতালের ওই ফ্লোরে উপস্থিত ছিল ১৯০ জন রোগী। পাশাপাশি, যে ICU-তে আগুন লাগে, সেই ঘরেই ভর্তি ছিলেন ১৩ জন রোগী।
A fire broke out at a hospital in Gwalior due to an AC blast. Fire tenders reached the spot, No casualties or injuries reported.#MadhyaPradesh #FireAccident #FireSafety #hospital pic.twitter.com/CkUssZLRtH
— Dilip Kumar (@PDilip_kumar) March 16, 2025
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করে জ্বলে ওঠে ঘরে এয়ার কন্ডিশনারটা। তারপর সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে গোটা ICU বিভাগে। তখনই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের খোঁজ দেওয়া হয়। তাদের উদ্য়োগেই সেই ICU ইউনিট-সহ ফ্লোরে থাকা বাকি ১৭৭ জন রোগী উদ্ধার করে হাসপাতালের ওয়ার্ড বয়, নিরাপত্তারক্ষীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ার আগেই সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল। তবে ততক্ষণে ছারখার হয়ে যায় ICU। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা।





