AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Omicron Death: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ওমিক্রন আক্রান্ত ব্যক্তির, করোনা সংক্রমণ নিয়ে বাড়ল উদ্বেগ

Omicron Death in India: উল্লেখ্য, মুম্বই ও দিল্লি, এই দুই শহরে করোনা সংক্রমণ সবথেকে বেশি হারে বৃদ্ধি পেলেও পিছিয়ে নেই কলকাতা। তালিকায় রয়েছে গুরগাঁও, চেন্নাই, বেঙ্গালুরু, আমেদাবাদ।

Omicron Death: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ওমিক্রন আক্রান্ত ব্যক্তির, করোনা সংক্রমণ নিয়ে বাড়ল উদ্বেগ
দেশজুড়ে বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 2:42 PM
Share

মুম্বই: একে করোনার নয়া ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা, তারমধ্যেই প্রত্যকদিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। আর যে হারে বৃদ্ধি পাচ্ছে তা অবাক করে দেওয়ার মতো। বিশেষত দেশের কয়েকটি শহরে যে পরিসংখ্যান সামনে আসছে, তা দেখে তৃতীয় ঢেউ চলে এসেছে বলেও দাবি করছেন অনেকে। এরমধ্যে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন বাড়িয়েছে উদ্বেগ।

বৃহস্পতিবার, মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, পিম্পরি চিঞ্চওয়াডে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পিম্পরি চিঞ্চওয়াডে পুরসভার যশবন্তরাও চ্যাবন হাসপাতালে ২৮ ডিসেম্বর ওই ৫২ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওই ব্যক্তির নাইজেরিয়া ভ্রমণের ইতিহাস ছিল বলেও জানা গিয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ ১৩ বছর ধরে ওই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। প্রথমে মনে করা হয়েছিল করোনার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়নি। তবে আজকের প্রকাশিত এনআইভি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তি করোনার নয়া ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।

বৃহস্পতিবার মহারাষ্ট্রে ১৯৮ জন ওমিক্রন আক্রান্তরে খোঁজ মিলেছে। সব মিলিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৫০ জনে গিয়ে পৌঁছেছে। নতুন করে ওমিক্রন আক্রান্ত ১৯৮ জনের মধ্য ৩০ জনের বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে।

উল্লেখ্য, মুম্বই ও দিল্লি, এই দুই শহরে করোনা সংক্রমণ সবথেকে বেশি হারে বৃদ্ধি পেলেও পিছিয়ে নেই কলকাতা। তালিকায় রয়েছে গুরগাঁও, চেন্নাই, বেঙ্গালুরু, আমেদাবাদ। মুম্বইতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫১০, বুধবারের তুলনায় যা ৮২ শতাংশ বেশি। দিল্লিতে একদিনে আক্রান্ত ৯২৩ জন, বুধবারের তুলনায় যা ৮৬ শতাংশ বেশি। এই দুই শহরে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। হরিয়ানার গুরগাঁওতে ১৫ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে মোট সংক্রমণ ছিল ১৯৪। ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ঠিক পরের সপ্তাহে সেটা বেড়ে হয়েছে ৭৩৮। ওই একই সময়ের ব্যবধানে চেন্নাইতে করোনা আক্রান্ত বেড়ে ১০৩৯ থেকে বেড়ে হয়েছে ১৭২০, কলকাতায় ১৪৯৪ থেকে বেড়ে হয়েছে ২৬৩৬, বেঙ্গালুরুতে এই সংখ্যাটা ১৪৪৫ থেকে বেড়ে হয়েছে ১৯০২।

আরও পড়ুন Covid Update: বিপদসঙ্কেত! বাংলায় একদিনে ২ হাজারের বেশি সংক্রমণ! কলকাতাতেই ১ হাজার পার

আরও পড়ুন Omicron Variant Live Update: ওমিক্রনের কারণে হার্ট অ্যাটাক? নাইজেরিয়া ফেরত ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা