AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vedic Clock: শুধু সময় নয়, এই ঘড়িতে দেখা যাবে তিথি-নক্ষত্রও, কোথায় বসানো হচ্ছে?

Vedic Clock: বেদিক ঘড়িটি যে টিম তৈরি করেছে, তার অন্যতম সদস্য শিশির গুপ্তা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, এটাই বিশ্বের প্রথম বেদিক ঘড়ি। একবার সূর্যোদয় থেকে শুরু করে দ্বিতীয়বার সূর্যোদয়ের মধ্যেকার সময়টাকে মোট ৩০ ভাগে ভাগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Vedic Clock: শুধু সময় নয়, এই ঘড়িতে দেখা যাবে তিথি-নক্ষত্রও, কোথায় বসানো হচ্ছে?
বেদিক ঘড়িImage Credit: Facebook
| Updated on: Feb 28, 2024 | 7:35 AM
Share

উজ্জ্বয়ীন: একসময় নাকি সূর্যের দিকে তাকিয়ে মানুষ বলতে পারত, কটা বাজে। ঘড়ি দেখার প্রয়োজন পড়ত না। এখন দিন বদলেছে। এসেছে নতুন প্রযুক্তি। তবে এবার ভারতে বসছে এমন একটি ঘড়ি, যা বিশ্বে নজিরবিহীন। সূর্যোদয়ের ওপর ভিত্তি করেই চলবে সেই ঘড়ি। আগামী ১ মার্চ মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীন জেলায় ওই ঘড়ি চালু হবে। যন্তর মন্তরে ৮৫ ফুট একটি টাওয়ারে বসানো হচ্ছে ওই ঘড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ওই ঘড়ির উদ্বোধন করবেন।

শুধুমাত্র সময়ই দেখা যাবে না ওই ঘড়িতে, পাওয়া যাবে আরও অনেক তথ্যও। গ্রহের অবস্থান, শুভ সময়, জ্যোতিষশাস্ত্রের হিসেবও দেখা যাবে ওই ঘড়িতে। ভারতীয় সময় ও গ্রীনিচের সময় দেখতে পাবেন সাধারণ মানুষ। মূলত সূর্যোদয়ের ওপর ভিত্তি করেই ওই ঘড়ি চলবে বলে জানা গিয়েছে।

বেদিক ঘড়িটি যে টিম তৈরি করেছে, তার অন্যতম সদস্য শিশির গুপ্তা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, এটাই বিশ্বের প্রথম বেদিক ঘড়ি। একবার সূর্যোদয় থেকে শুরু করে দ্বিতীয়বার সূর্যোদয়ের মধ্যেকার সময়টাকে মোট ৩০ ভাগে ভাগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

হিন্দু রীতি মেনে যাকে শুভ মুহূর্ত বলা হয়, সেটাও দেখা যাবে ওই ঘড়িতে। দেখে নেওয়া যাবে শুভ তিথিও। মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর শ্রী রাম তিওয়ারি জানিয়েছেন, ভারতীয় মতে সময়ের হিসেব করা যায়, এমন ঘড়ি চালু করা হচ্ছে এই প্রথমবার। জানা যায়, প্রায় ৩০০ বছর আগে এই উজ্জ্বয়ীনই ঠিক করে দিত সময়। সেটাই ছিল স্ট্য়ান্ডার্ড টাইম। এখনও ওই জেলায় এমন একটি মেশিন রয়েছে বলেও জানা গিয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে এই ঘড়ি চালু করার জন্য শিলান্যাস করেছিলেন মধ্য প্রদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব।