AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flight Fare: শেষ মুহূর্তে টিকিট কাটলেও বেশি ভাড়া লাগবে না বিমানে

Flight Fare: উড়ান যাত্রী ক্যাফেতে ১০ টাকায় মিলবে চা, ২০ টাকায় মিলবে কফি। উড়ান স্কিমের ক্ষেত্রে অ্যালায়েন্স এয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। বর্তমানে দেশের ৫৯টি গন্তব্যে যায় অ্যালায়েন্স এয়ারের বিমান। এছাড়া শ্রীলঙ্কাতেও যায় এই সংস্থার বিমান।

Flight Fare: শেষ মুহূর্তে টিকিট কাটলেও বেশি ভাড়া লাগবে না বিমানে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 14, 2025 | 1:39 PM
Share

নয়া দিল্লি: বিমানের টিকিট বুক করার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। একজন যাত্রী কখন টিকিট কাটছেন, তার উপর নির্ভর করে বিমানের ভাড়া। কিন্তু এবার বদলাচ্ছে সেই নিয়ম? এমনই এক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। একটি নির্দিষ্ট রুটের ক্ষেত্রে ভাড়া হবে নির্দিষ্ট। যখনই টিকিট বুক করুন না কেন, ভাড়া হবে একই। সোমবার অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু ‘ফারে সে ফুরসৎ’ নামে এক বিশেষ স্কিমের উদ্বোধন করেন। সরকারি মালিকানাধীন ‘অ্যালায়েন্স এয়ার’ এই স্কিম চালু করছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যাত্রীদের ভাড়া নিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত।’ ১৩ অক্টোবর থেকে এই স্কিম প্রাথমিকভাবে চালু করা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি রুটের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। মন্ত্রী বলেন, “মধ্যবিত্তদের জন্য যাতে বিমান ভাড়া সুলভ হয়, সেই চেষ্টাই করছে অ্যালায়েন্স এয়ার।”

ওই স্কিম ছাড়াও উড়ান যাত্রী ক্যাফেতে ১০ টাকায় মিলবে চা, ২০ টাকায় মিলবে কফি। উড়ান স্কিমের ক্ষেত্রে অ্যালায়েন্স এয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। বর্তমানে দেশের ৫৯টি গন্তব্যে যায় অ্যালায়েন্স এয়ারের বিমান। এছাড়া শ্রীলঙ্কাতেও যায় এই সংস্থার বিমান।

সাধারণত ভারতে কোনও বিমানের টিকিটের ক্ষেত্রে দাম পরিবর্তন হয়। শেষ মুহূর্তে টিকিট কাটতে গেলে অনেক বেশি ভাড়া লাগে। এবার সেই অবস্থা থেকে মুক্তি পাওয়া গেলে সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষও বিমানে চড়তে ভয় পাবেন না।