AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NMIAL: নভি মুম্বইয়ে অত্যাধুনিক বিমানবন্দর তৈরি করছে আদানি গ্রুপ, দেখুন ভিতরের ছবি

Navi Mumbai international airport private limited: নতুন এই বিমানবন্দর দক্ষিণ মুম্বই থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে নভি মুম্বইয়ের উলওয়েতে নির্মিত হচ্ছে। এর দুটি সমান্তরাল কোড এফ রানওয়ে থাকবে। প্রতিটি ৩,৭০০ মিটার লম্বা এবং ৬০ মিটার প্রশস্ত। বিমানবন্দরের নকশা ভারতের জাতীয় ফুল পদ্ম দ্বারা অনুপ্রাণিত। টার্মিনালের ছাদ পদ্মের পাপড়ির মতো হবে, যা ১২টি স্তম্ভ দিয়ে নির্মিত।

NMIAL: নভি মুম্বইয়ে অত্যাধুনিক বিমানবন্দর তৈরি করছে আদানি গ্রুপ, দেখুন ভিতরের ছবি
নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ছবিImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Oct 07, 2025 | 5:05 PM
Share

মুম্বই: প্রবেশ করলেই চোখ ধাঁধিয়ে যাবে। প্রথমেই মনে হবে, কোথায় এসে পৌঁছেছেন। এমনই অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে নভি মুম্বইয়ে। নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ(PPP) মডেলে তৈরি করা হচ্ছে। নভি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড (NMIAL) এই প্রকল্পটি তৈরি করছে। এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ৭৪ শতাংশ শেয়ার রয়েছে আদানি এয়ারপোর্টস হোল্ডিংস লিমিটেডের মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (MIAL)-র কাছে। আর CIDCO (সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন অব মহারাষ্ট্র লিমিটেড)-র হাতে রয়েছে ২৬ শতাংশ শেয়ার।

Navi Mumbai International Airport Private Limited

বিশেষজ্ঞরা বলছে, এই বিমানবন্দরটি মুম্বই মেট্রোপলিটন অঞ্চল এবং পশ্চিম ভারতের ক্রমবর্ধমান বিমান ভ্রমণের চাহিদা পূরণ করবে। এটি একটি গ্রিনফিল্ড প্রকল্প। যার অর্থ একটি আধুনিক এবং টেকসই বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি নিজে নির্মীয়মাণ বিমানবন্দর ঘুরে দেখেছেন।

Navi Mumbai International Airport Private Limited (1)

নতুন এই বিমানবন্দর দক্ষিণ মুম্বই থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে নভি মুম্বইয়ের উলওয়েতে নির্মিত হচ্ছে। এর দুটি সমান্তরাল কোড এফ রানওয়ে থাকবে। প্রতিটি ৩,৭০০ মিটার লম্বা এবং ৬০ মিটার প্রশস্ত। বিমানবন্দরের নকশা ভারতের জাতীয় ফুল পদ্ম দ্বারা অনুপ্রাণিত। টার্মিনালের ছাদ পদ্মের পাপড়ির মতো হবে, যা ১২টি স্তম্ভ দিয়ে নির্মিত।

প্রথম পর্যায়ে, বিমানবন্দরটি বার্ষিক প্রায় ২০ মিলিয়ন যাত্রী পরিবহণ করবে। এবং শেষ পর্যায়ে এর যাত্রী পরিবহণ ক্ষমতা বার্ষিক ৯ কোটিতে উন্নীত করা হবে। মোট চারটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে প্রথম পর্যায়ে একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক টার্মিনাল থাকবে।

Navi Mumbai International Airport Private Limited (2)

বিমানবন্দরে ৫জি নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে। ব্যাগেজ ট্র্যাকিং, স্মার্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট এবং আইওটি-ভিত্তিক মনিটরিং ব্যবস্থা থাকবে। যাত্রীরা আন্তর্জাতিক মানের সুবিধা পাবেন। এই বিমানবন্দরে ১১০টিরও বেশি দোকান এবং রেস্তোরাঁ থাকবে। যার মধ্যে রয়েছে মুম্বইয়ের জনপ্রিয় ব্র্যান্ড, ভারতীয় স্ট্রিট ফুড। থাকবে বিদেশি খাবারও।

Navi Mumbai International Airport Private Limited (3)

পরিবেশের কথা মাথায় রেখে বিমানবন্দরকে ‘গ্রিন’ রাখার জন্য NMIAL কাজ করছে। এর মধ্যে রয়েছে ৪৭ মেগাওয়াট সৌরশক্তি, বৃষ্টির জল সংগ্রহ, বর্জ্য জল পুনঃব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার। নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিষেবা শুরু হলে মুম্বইয়ের বিমান যোগাযোগ দ্বিগুণ হবে এবং ভারতের নতুন আন্তর্জাতিক বিমান চলাচল কেন্দ্র হয়ে উঠবে।