Flood Situation: কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি, বিপর্যয় থেকে কবে মিলবে রেহাই?

Flood Situation: বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে।

Flood Situation: কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি, বিপর্যয় থেকে কবে মিলবে রেহাই?
বন্যায় ভাসছে তেলঙ্গনাImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 12:00 PM

নয়া দিল্লি: কোথাও হড়পা বান, কোথাও ভূমি ধস, প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য। তবে বৃষ্টির বিরাম এখনই মিলছে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকালে দিল্লির বাসিন্দারা ঘুম ভেঙেই দেখেছেন, কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ। ভোর থেকেই সেখানে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর প্রদেশ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলিতেও একই অবস্থা। অনেক জায়গায় নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে। একদিকে বাড়ছে প্রাণের আশঙ্কা, অন্যদিকে বন্যায় জমি, রাস্তা সবকিছুরই ব্যাপক ক্ষতি হচ্ছে।

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে। আগামী ৪ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের মুম্বই ও বিদর্ভে। এছাড়া থানে, রায়গড়, রত্নগিরি, পুনেতে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার ফের দিল্লিতে বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। যমুনার জল ক্রমশ বাড়ছে।

দিল্লিতে বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামতে শুরু করেছে। আবহাওয়াবিরা বলছেন, সারাদিনই বৃষ্টি হবে দিল্লিতে। বৃষ্টি হবে হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও।

এদিকে, পাঞ্জাবে বন্যা পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পাতিয়ালার সাংসদ প্রীনিত কাউর। তিনি জানিয়েছে, ১৯টি জেলা বন্যায় বিপর্যস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ গ্রাম। কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে।

এদিকে, তেলঙ্গনায় ইতিমধ্যেই বন্যায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ অন্তত ১০ জন। সে রাজ্যেও জলের তলায় অন্তত ১০০টি গ্রাম। বৃষ্টি যেভাবে বাড়ছে, তাতে এখনই এই পরিস্থিতি থেকে অব্যাহতি মিলবে না বলে আশঙ্কা প্রশাসনের।