Forbes Most Powerful Women: জেনেট ইয়েলেনকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলা হলেন নির্মলা সীতারামন
Forbes Most Powerful Women: ফোর্বসের তরফে HCL Technologies- এর চেয়ারপার্সন রোশনি নায়ারকে ৫২তম স্থানে জায়গা দেওয়া হয়েছে। প্রসঙ্গত রোশনি নাডর দেশের যে কোনও আইটি কোম্পানিকে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা আধিকারীক। ফোর্বস নিজেদের এই তালিকায় Biocon এর ফাউন্ডার আর এক্সজিকিউটিভ কিরণ মজুমদার শা-কেও জায়গা দিয়েছে। তাঁকে ৭২তম স্থানে রাখা হয়েছে।
নয়া দিল্লি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস (Forbes) বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও জায়গা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফোর্বসের তালিকায় ৩৭তম স্থানে রয়েছেন। প্রসঙ্গত জেনে অবাক হবেন ফোর্বস নির্মলাকে এই নিয়ে তৃতীয়বার ‘বিশ্বের ১০০ সবচেয়ে শক্তিশালী মহিলা’দের তালিকায় জায়গা দিল।
আমেরিকার জেনেট ইয়েলেনকে পেছনে ফেললেন নির্মলা
নির্মলা সীতারমণ এবার তালিকায় নিজের জায়গ যথেষ্ট উন্নত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন (Janet Yellen)-এর চেয়েও দু ধাপ এগিয়ে রয়েছেন।
Nykaa-র ফাউন্ডার আর সিইও ফাল্গুনি নায়ার পেয়েছেন ৮৮তম স্থান
ফোর্বস ‘বিশ্বের ১০০ সবচেয়ে শক্তিশালী মহিলা’দের তালিকায় Nykaa-র ফাউন্ডার আর সিইও ফাল্গুনি নায়ারকেও জায়গা দিয়েছে। তিনি এই তালিকায় ৮৮তম স্থানে রয়েছেন। প্রসঙ্গত ফাল্গুনি নায়ার, শেয়ার বাজারে নিজের কোম্পানির দুর্দান্ত শুরু করার পর সম্প্রতিই ভারতের সপ্তম মহিলা কোটিপতি আর সবচেয়ে ধনী স্ব-নির্মিত কোটিপতি হয়েছিলেন।
HCL Technologies-এর চেয়ারপার্সন রোশনি নাডর ৫২তম স্থানে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর ফাল্গুনি নায়ার ছাড়া ফোর্বসের ‘বিশ্বের ১০০ সবচেয়ে শক্তিশালী মহিলা’র তালিকায় ভারতের আরও একজন মহিলাকে জায়গা দিয়েছে। ফোর্বসের তরফে HCL Technologies- এর চেয়ারপার্সন রোশনি নায়ারকে ৫২তম স্থানে জায়গা দেওয়া হয়েছে। প্রসঙ্গত রোশনি নাডর দেশের যে কোনও আইটি কোম্পানিকে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা আধিকারীক। ফোর্বস নিজেদের এই তালিকায় Biocon এর ফাউন্ডার আর এক্সজিকিউটিভ কিরণ মজুমদার শা-কেও জায়গা দিয়েছে। তাঁকে ৭২তম স্থানে রাখা হয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা কে
ফোর্বস বিশ্বের ১০০ সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় ম্যাকেঞ্জি স্কটকে প্রথম স্থানে রেখেছে। জানিয়ে দিই, ম্যাকেঞ্জি স্কট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস (আমাজন গ্রুপের মালিক)-এর প্রাক্তন স্ত্রী। ২০১৯-এ দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিস।
আরও পড়ুন: Army Chopper Crash: উদ্ধার করা হচ্ছে ঝলসে যাওয়া দেহ, কীভাবে ভেঙে পড়ল Mi17 হেলিকপ্টার?