Naked African: নগ্ন আফ্রিকান ঘুরল রাজধানীর ব্যস্ত রাস্তায়! গ্রামবাসীরা আটকে বেঁধে রাখল গাছে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Mar 16, 2023 | 12:27 PM

Gurugram street: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ গুরুগ্রামের সেক্টর ৬৯ এলাকার টিউলিপ চকে ঘটেছে এই ঘটনা।

Naked African: নগ্ন আফ্রিকান ঘুরল রাজধানীর ব্যস্ত রাস্তায়! গ্রামবাসীরা আটকে বেঁধে রাখল গাছে
প্রতীকী ছবি

গুরুগ্রাম: গ্রেটার দিল্লি এলাকার মধ্যেই পড়ে গুরুগ্রাম। সপ্তাহের মাঝামাঝি সময়ে সন্ধ্যায় যথেষ্ট ভিড় থাকে গুরুগ্রামের রাস্তায়। সেই ব্যস্ত রাস্তায় ভর সন্ধ্যাবেলা অদ্ভুত কাণ্ড ঘটালেন এক বিদেশি নাগরিক। বুধবার সন্ধ্যায় অফিস ফেরত মানুষের ভিড় ভালই ছিল রাস্তায়। সে সময়ই ব্যস্ত রাস্তার মাঝখানে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেই এক আফ্রিকান নাগরিক। যা দেখে পথচলতি মানুষরা তো স্তম্ভিত। গাড়িও দাঁড়িয়ে পড়েছে। রীতিমতো ট্রাফিক জ্যাম তৈরি হয়ে যায় গুরুগ্রামের সেক্টর ৬৯ এর টিউলিপ চক এলাকায়। শুধু দাঁড়িয়ে নয়, রাস্তার মধ্যে রীতিমতো ছোটাছুটি করতে থাকেন নগ্ন অবস্থায় থাকা ওই আফ্রিকান যুবক। তাড়া খেয়ে গুরুগ্রাম লাগোয়া এক গ্রামের মধ্যে পালানোর চেষ্টা করেন তিনি। যদিও সেই গ্রামবাসীরা আটক করেন ওই নগ্ন বিদেশিকে। তার পর তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এর পর পুলিশ গিয়ে উদ্ধার করে ওই আফ্রিকানকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ গুরুগ্রামের সেক্টর ৬৯ এলাকার টিউলিপ চকে ঘটেছে এই ঘটনা। ওই ব্যক্তির ঘটনো কাণ্ডের জেরে ওই এলাকায় ট্রাফিক জ্যামও হয়েছিল। পথচলতি মানুষের তাড়া খেয়ে নগ্ন আফ্রিকান একটি গ্রামে ঝুকে পড়েন। সেখানেই গ্রামবাসীরা তাঁকে আটক করে গাছে বেঁধে রাখেন। এর পর পুলিশ তাঁকে উদ্ধার করে। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সেক্টর ১০-এর সিভিল হাসপাতালে। সেখানে পরীক্ষায় যদি দেখা যায়, ওই ব্যক্তির মানসিক ভাবে স্থিত। তাহলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় পুলিশ মামলা দায়ের করবে বলে জানিয়েছে।

ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামের ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নাইজেরিয়ার নাগরিক। তবে তাঁর নাম, তিনি কবে থেকে ভারতে রয়েছেন, এ দেশে কী করেন, সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। বাহাদুরপুর থানার স্টেশন হাউস অফিসার মদন লাল এ ব্যাপারে বলেছেন, “ওই ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা চলছে। যদি মানসিক ভাবে তিনি অসুস্থ না হন, তাহলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla