FIR Against Sonia-Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড নিয়ে সনিয়া-রাহুলের বিরুদ্ধে নতুন করে FIR, কী অভিযোগ এবার?
National Herald Case: জানা গিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের বেআইনি দখল নিয়ে রাহুল-সনিয়া সহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে স্যাম পিত্রোদার নামও। তিনটি কোম্পানি- অ্যাসেসিয়েটেড জার্নালস লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান ও ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে এফআইআরে।

নয়া দিল্লি: বিপদ বাড়ল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi)। বিপাকে রাহুল গান্ধীও (Rahul Gandhi)। নতুন করে সনিয়া ও রাহুলের নামে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং। ন্যাশনাল হেরাল্ডের (National Herald) আর্থিক তছরুপ মামলাতেই নতুন করে অভিযোগ দায়ের হল তাঁদের বিরুদ্ধে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সনিয়া-রাহুলের বিরুদ্ধে।
জানা গিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের বেআইনি দখল নিয়ে রাহুল-সনিয়া সহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে স্যাম পিত্রোদার নামও। তিনটি কোম্পানি- অ্যাসেসিয়েটেড জার্নালস লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান ও ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে এফআইআরে। উল্লেখ্য, অ্যাসেসিয়েটেড জার্নালস লিমিটেডেরই অধীনে ছিল ন্যাশনাল হেরাল্ড নিউজপেপার।
অভিযোগ, কলকাতার শেল কোম্পানি ডটেক্স মার্চেন্ডাইজ ১ কোটি টাকা দিয়েছিল ইয়ং ইন্ডিয়ান সংস্থাকে। এটি একচি অলাভজনক সংস্থা, যার ৭৬ শতাংশ শেয়ার রয়েছে সনিয়া ও রাহুলের কাছে। তদন্তকারীদের অভিযোগ, ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসকে ৫০ লক্ষ টাকা দিয়ে এজিএলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়, যার আনুমানিক সম্পত্তির মূল্য ২ হাজার কোটি টাকা। ইডির অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং গত ৩ অক্টোবর এফআইআর দায়ের করে।
ইডির তদন্তে আগেই ২০০৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরুপের পুরো তালিকা তুলে ধরেছিল। এই নিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেসের এই পরিবার (গান্ধী পরিবার) সবথেকে দুর্নীতিগ্রস্ত। এরা দুর্নীতি করে, আর যখনই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, তখন ভিকটিম কার্ড খেলে।”
ন্যাশনাল হেরাল্ড কেস-
২০১২ সালে বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ট্রায়াল কোর্টে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ করেন যে ইয়ং ইন্ডিয়ান লিমিটেড বেআইনিভাবে অ্যাসেসিয়েটেড জার্নালস লিমিটেডের অধিগ্রহণ করেছিল। এরপরে ইডি ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলার তদন্ত শুরু করে। তলব করা হয় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে।
