
নয়া দিল্লি: ফিরছে উমা। দশমীর আকাশ-বাতাসে শুধুই বিষাদের সুর। TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার হাত ধরে বিগত কয়েকদিন রাজধানীর বুকে কয়েক গুণ বেড়ে গিয়েছিল পুজোর আনন্দ। এবার তৃতীয় সিজন। মূল অনুষ্ঠান শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর। আজই শেষ দিন। গত কয়েকদিন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। অনেক বিশিষ্ট ব্যক্তিরা যেমন উপস্থিত ছিলেন তেমনই জনতার ঢলও নামে।
এদিন সকালেই রীতি মেনে শুরু হয়ে যায় দশমীর পুজো। প্রধান আকর্ষণ অবশ্যই দশমীর সিঁদুর খেলা। সকাল ৯টায় মূল পুজো শুরু পর সকাল ১০টায় অপরাজিতা পূজা, সিঁদুর খেলা শুরু হয়ে যায় ১০টা থেকে। সঙ্গে দিনব্যাপী রয়েছে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডান্ডিয়া নাইট শুরু হবে সন্ধ্যা ৭টায়। থাকছেন ডিজে ভায়োলা এবং ডিজে জ্যাপস।
অনুষ্ঠানের প্রথম দিন মঞ্চ মাতাতে দেখা যায় সচেত এবং পরম্পাকে। মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তার পরের দিন পারফর্ম করতে দেখা যায় ডিজে গুলাটিকে। সঙ্গে ছিল ডান্ডিয়া নাইট। ৩০ সেপ্টেম্বরও ডিজে অর্ক মাতিয়েছিলেন মঞ্চ। এক্কেবারে শেষবেলায় সুরের জাদু ছড়াতে দেখা যায় বিখ্যাত বলিউডি দায় শানকে। তা দেখতেও নেমেছিল মানুষের ঢল। সঙ্গে কয়েকদিন ধরে চলছিল দেদার খাওয়া-দাওয়া। একইসঙ্গে বসেছিল দেশ-বিদেশের হরেকরকম পণ্যের স্টল। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের খাবার এবং পোশাক প্রদর্শনের স্টলও ছিল। দেশের তো বটেই, সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশন, শিল্প, গয়না, গৃহসজ্জা এবং প্রযুক্তির নানাবিধ পণ্যের প্রদর্শনীও গোটা অনুষ্ঠান পর্বেই।