AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagdeep Dhankhar-Derek O’Brien: ‘ভাল রাজ্যপাল ছিল বলুন’, সংসদে ডেরেককে টিপ্পনি উপরাষ্ট্রপতি ধনখড়ের, তৃণমূল সাংসদ হেসে বললেন…

Parliament Winter Session: পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন নিয়েই রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি জানান, বর্তমানে রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশে পৌঁছেছে। ডেরেকের বক্তব্য মাঝপথে থামিয়েই হঠাৎ রাজ্য়সভার চেয়ারম্যান বলেন, "বিগত ৩ বছর ধরে ভাল রাজ্যপাল থাকার কারণেই এই সাফল্য"।

Jagdeep Dhankhar-Derek O'Brien: 'ভাল রাজ্যপাল ছিল বলুন', সংসদে ডেরেককে টিপ্পনি উপরাষ্ট্রপতি ধনখড়ের, তৃণমূল সাংসদ হেসে বললেন...
রাজ্যসভায় চেয়ারম্যান ধনখড় ও তৃণমূল সাংসদের হাসি-ঠাট্টা।Image Credit: Sansad TV
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 7:38 AM
Share

নয়া দিল্লি: আগে রাজ্যপাল ছিলেন, এখন উপরাষ্ট্রপতি। সংসদে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা হয়ই জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। রাজ্যের রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একাধিকবার বিরোধে জড়িয়েছিলেন তিনি। তবে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে সেই বিরোধ-দূরত্বের ছাপ ফেলতে দেননি। বরং হাসি-ঠাট্টাতেই মেতেছেন তৃণমূলের সাংসদদের সঙ্গে। মঙ্গলবারও সংসদে সেই ছবিই ধরা পড়ল। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) রাজ্যসভায় বক্তব্য় রাখতে উঠলে, তাঁকে উপরাষ্ট্রমন্ত্রী মজা করে বলেন, “বিগত তিন বছর আপনার রাজ্যে ভাল রাজ্যপাল ছিল”। উপরাষ্ট্রপতি ধনখড়ের কথায় হেসে ফেলেন ডেরেক। 

পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন নিয়েই রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি জানান, বর্তমানে রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশে পৌঁছেছে। ডেরেকের বক্তব্য মাঝপথে থামিয়েই হঠাৎ রাজ্য়সভার চেয়ারম্যান বলেন, “বিগত ৩ বছর ধরে ভাল রাজ্যপাল থাকার কারণেই এই সাফল্য”। এই কথা বলে নিজেই হো হো করে হেসে ওঠেন উপরাষ্ট্রপতি।

জগদীপ ধনখড়ের নিজের নামেই কৃতিত্ব টানার কথা শুনে হেসে ফেলেন ডেরেক। মাথা নেড়ে বলেন, “ইয়েস স্যর”। এরপর তিনি ফের নিজের বক্তব্য় শুরু করেন।

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার আগে ২০১৯ সাল থেকে ২০২২ সাল অবধি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। সেই সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ লেগে থাকত। তৃণমূল কংগ্রেসের অন্যান্য় সদস্যরাও প্রাক্তন রাজ্যপালকে নানা কটাক্ষ করেছিলেন। তবে এখন সবই অতীত।