G-20 Summit: আজই ভারতে পা রাখবেন বাইডেন, শুক্রে আসছেন আরও রাষ্ট্রনেতারা, কে কোন হোটেলে থাকছেন?

G-20 Summit Arrangement: আজ, বৃহস্পতিবারই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আগামিকাল দিল্লি(Delhi)-তে এসে পৌঁছবেন আরও কয়েকজন রাষ্ট্রনেতা। তাঁদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

G-20 Summit: আজই ভারতে পা রাখবেন বাইডেন, শুক্রে আসছেন আরও রাষ্ট্রনেতারা, কে কোন হোটেলে থাকছেন?
সেজে উঠেছে দিল্লি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 1:35 PM

নয়া দিল্লি: হাতে মাত্র একদিন। তারপরই দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের (G-20 Summit) আসর। ২০টি দেশের রাষ্ট্রনেতারা আসছেন এই সম্মেলনে যোগ দিতে। সম্মেলন আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর হলেও, তার আগে থেকেই ভারতে চলে আসছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা। আজ, বৃহস্পতিবারই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আগামিকাল দিল্লি(Delhi)-তে এসে পৌঁছবেন আরও কয়েকজন রাষ্ট্রনেতা। তাঁদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন রাষ্ট্রনেতা কোন হোটেলে থাকছেন-

জো বাইডেন-

আজ ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি দিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে থাকবেন। আগামিকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পরে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেবেন তিনি।

ঋষি সুনক-

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। ঋষি সুনক থাকবেন সাংগ্রি লা হোটেলে।

চিনের প্রিমিয়ার-

জি-২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসার কথা থাকলেও, গত সপ্তাহেই চিনের তরফে জানানো হয়, জিনপিং আসতে পারবেন না। তাঁর বদলে জি-২০ সম্মেলনে যোগ দিতে আসবেন প্রিমিয়ার লি কোয়াং। দিল্লির তাজ হোটেলে থাকবেন চিনের প্রতিনিধিরা।

জাস্টিন ট্রুডো-

ইন্দোনেশিয়ীয় আসিয়ান সামিটে যোগ দেওয়ার পর ভারতে আসবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি দিল্লির দ্য ললিত হোটেলে থাকবেন।

অ্যান্থনি অ্যালবানিজ-

জি-২০ সম্মেলনে যোগ দিতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি দিল্লির ইমপেরিয়াল হোটেলে থাকবেন। জি-২০ সম্মেলনের পর তিনি ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেও যাবেন।