Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gandhi Statue Vandalised:পরপর দুইবার গান্ধী মূর্তি ভাঙচুর বিহারে, এনডিএ শাসিত রাজ্যে এই ঘটনায় সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে

Gandhi Statue : বিহারে পুনরায় গান্ধী মূর্তি ভাঙচুর করা হল। এই নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল বিহারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিহারের উত্তর চম্পারণের তুরকাউলিয়া মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙা অবস্থায় দেখা যায়।

Gandhi Statue Vandalised:পরপর দুইবার গান্ধী মূর্তি ভাঙচুর বিহারে, এনডিএ শাসিত রাজ্যে এই ঘটনায় সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 11:26 PM

পটনা : বিহারে পুনরায় গান্ধী মূর্তি ভাঙচুর করা হল। এই নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল বিহারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিহারের উত্তর চম্পারণের তুরকাউলিয়া মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙা অবস্থায় দেখা যায়। গান্ধী মূর্তিটি তুরকাউলিয়ার গান্ধী আশ্রমের কাছে অবস্থিত। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে অ্যালকোহলের বোতলের টেট্রা প্যাক দিয়ে আবক্ষ মালাও পরানো হয়েছে সেই মূর্তিতে। চম্পারণের পূর্ব এবং পশ্চিম- এই দুই জেলায় একাধিক গান্ধী মূর্তি রয়েছে। গান্ধীজি এইখানেই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তাঁর সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে বিশিষ্ট হয়ে উঠেছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকালে বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়। প্রথম স্থানীয়দেরই নজরে আসে যে গান্ধী মূর্তি ভাঙা অবস্থায় রয়েছে। পরে এই ঘটনায় পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। সেই ব্যক্তি জানিয়েছেন যে সে এই কাজটি করার সময় নেশাগ্রস্ত ছিল। তবে এর মধ্যেই গান্ধী মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। এই মূর্তি ভাঙচুরের এক সপ্তাহও হয়নি। এই এক সপ্তাহের মধ্যেই আরেকটি গান্ধী মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটল বিহারে।

ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে তুরকাউলিয়াতে অবস্থিত এই স্ট্যাচু বা মূর্তির কপাল থেকে নাক অবধি সিঁদুর মাখিয়ে দেওয়া হয়েছে এবং অ্যালকোহলের বোতলের জন্য ব্যবহৃত টেট্রা প্যাকের মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই মূর্তির গলায়। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন সূত্রে, তুরকাউলিয়া থানার স্টেশন হাউস অফিসার মিথলেশ কুমার বলেছেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় সেরকম কিছু দেখতে পাইনি। তবে আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের ধরার জন্য় অনুসন্ধান চলছে।”

প্রসঙ্গত, বিজেপির শরিক জেডিইউ শাসিত বিহারে পরপর দুইবার গান্ধী মূর্তির ভাঙচুরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য় ছড়িয়েছে। বিজেপি বিরোধী শিবির এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন : New Helmet Rules: বাইকে ছোটদের নিয়ে যাতায়াত করেন? বদলাচ্ছে নিয়ম… স্পিডোমিটার ৪০ পেরোলেই বিপদ!

আরও পড়ুন : UP Assembly Election 2022: বিজেপির কনভয়ে হামলা, রাতারাতি Z ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী বাঘেল