New Helmet Rules: বাইকে ছোটদের নিয়ে যাতায়াত করেন? বদলাচ্ছে নিয়ম… স্পিডোমিটার ৪০ পেরোলেই বিপদ!
Traffic Rules for Bikers: চার বছর পর্যন্ত শিশুদের গাড়িতে করে নিয়ে গেলে গাড়ির সর্বোচ্চ গতিবেগ হতে হবে ঘণ্টায় ৪০ কিলোমিটারেরও কম। কেবল তাই নয়, চার বছর কিংবা তার থেকে কম বয়সের শিশুর জন্য ব্যবহার করতে হবে ক্রাশ হেলমেট (Crash Helmet) এবং সেফটি হারনেস (Safety Harness)।
কলকাতা ও নয়াদিল্লি : শিশুদের মোটর বাইকে যাতায়াতের ক্ষেত্রে নয়া নিয়ম (New Traffic Rules)। ৯ মাস থেকে ৪ বছর পর্যন্ত শিশুদের নিয়ে মোটর বাইকে করে যাতায়াতের ক্ষেত্রে নতুন নিয়মে জারি করল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক (Union Transport Ministry)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চার বছর পর্যন্ত শিশুদের গাড়িতে করে নিয়ে গেলে গাড়ির সর্বোচ্চ গতিবেগ হতে হবে ঘণ্টায় ৪০ কিলোমিটারেরও কম। কেবল তাই নয়, চার বছর কিংবা তার থেকে কম বয়সের শিশুর জন্য ব্যবহার করতে হবে ক্রাশ হেলমেট (Crash Helmet) এবং সেফটি হারনেস (Safety Harness)। কেন্দ্রীয় সড়ক পরিবহনের পক্ষ থেকে এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তবে এই নতুন নিয়ম এখনই চালু হচ্ছে না। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, এখনও এক বছর সময় থাকছে নতুন নিয়ম কার্যকর হওয়ার জন্য।
মূলত যাঁরা বাইকে করে যাতায়াত করেন এবং চার বছর কিংবা তার থেকে কম বয়সি শিশুদের বাইকে বসিয়ে নিয়ে যান, সেই সব ক্ষেত্রে সুরক্ষার কথা বিবেচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। প্রসঙ্গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে চারচাকা গাড়ির সুরক্ষা এবং স্কুল বাসের সুরক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার শিশুদের নিয়ে যাঁরা বাইকে যাতায়াত করেন, তাঁদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা।
কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে চার বছরের কম বয়সি শিশুদের জন্য একটি সেফটি হারনেস ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে, যা শিশুকে মোটর সাইকেলের চালকের সঙ্গে আটকে রাখবে। সেফটি হারনেস হল এক ধরনের ভেস্ট, যা শিশুকে স্ট্র্যাপের সঙ্গে পরানো হয়। এই স্ট্র্যাপগুলি পিছনে বসে থাকা শিশুকে বাইক চালকের সঙ্গে বেঁধে থাকতে সাহায্য করে। বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী সেফটি হারনেসের যে মানদণ্ড স্থির করা হয়েছে, তা মানার কথা বলা হয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে।
সেক্ষেত্রে বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী, সেফটি হারনেসটি হতে হবে হালকা ওজনের, প্রয়োজন অনুযায়ী ছোট-বড় করা যায় এমন, জলরোধী এবং টেকসই। এটি তৈরি হতে হবে ভারী নাইলন বা মাল্টি-ফিলামেন্ট নাইলন উপাদান দিয়ে যাতে বেশি ঘনত্বের ফোম এবং পর্যাপ্ত কুশন থাকে। সেফটি হারনেসটির ৩০ কেজি পর্যন্ত ওজন ধরে রাখার ক্ষমতা থাকতে হবে।
আরও পড়ুন : Dilip Ghosh: চার পুরনিগমে কেন ভরাডুবি? দলের অন্তর্কলহ নাকি অন্য কিছু! ব্যাখ্যা দিলেন দিলীপ