AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir on Delhi Flood: ‘এটা হওয়ারই ছিল’, দিল্লির বন্যায় এতটুকুও অবাক হননি গৌতম গম্ভীর

Gautam Gambhir on Delhi Flood: গত কয়েকদিনে দিল্লির বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে। ডুবে গিয়েছে একাধিক রাস্তা। জনজীবন কার্যত বিপর্যস্ত।

Gautam Gambhir on Delhi Flood: 'এটা হওয়ারই ছিল', দিল্লির বন্যায় এতটুকুও অবাক হননি গৌতম গম্ভীর
গৌতম গম্ভীরImage Credit: ANI
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 10:25 AM
Share

নয়া দিল্লি: দিল্লির বন্যা পরিস্থিতি দেখে নাকি একটুও অবাক হননি বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলছে, এমনটা যে হবে, তা তিনি আগেই অনুমান করেছিলেন। আর এই পুরো পরিস্থিতির দায় তিনি চাপিয়েছেন দিল্লির আপ সরকার তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ওপর। দিল্লির জন্য কেজরী সরকার কোনও টাকাই খরচ করেনি বলে মন্তব্য করেছেন গম্ভীর। গত কয়েকদিন ধরে বিপদসীমার ওপরে বইছে যমুনার দল, সঙ্গে অবিরাম বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন। তবে বিপদ কাটেনি এখনও।

এই অবস্থা নিয়ে সরকারকেই কটাক্ষ করেছেন গম্ভীর। তাঁর দাবি, গত ৯ বছর ধরে বিনামূল্যের রাজনীতি করে যাচ্ছেন কেজরীবাল আর দিল্লির উন্নয়নের জন্য এক টাকাও খরচ করছেন না। জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে পরিকাঠামো ঠিক না করলে পরিস্থিতি খারাপ হবে বলেই মন্তব্য করেছেন তিনি। গম্ভীরের কথায়, না দূষণ, না বন্যা, কোনও কিছুরই সমাধান নেই কেজরীবালের কাছে।

বিজেপি সাংসদ বলেন, কেজরীবাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিল্লি একদিন প্যারিস হয়ে যাবে। আর আজ ময়ূর বিহারের অবস্থা দেখুন। দু দিন ধরে জলে আটকে আছে মানুষ। তাঁদের সরানোর কাজ পর্যন্ত করছে না প্রশাসন। তাঁর দাবি, শুধুই বিজ্ঞাপনে খরচ করে আর বিনামূল্যের রাজনীতি করে সব টাকা খরচ করে ফেলেছে আপ সরকার। সে কারণেই উন্নয়নের জন্য আর কোনও টাকা নেই।

দিল্লিতে জন্ম, দিল্লিতেই বড় হয়েছেন গৌতম গম্ভীর। বর্তমান পরিস্থিতি দেখে তিনি বলেন, এত খারাপ অবস্থা আগে কখনও হয়েছিল বলে মনে পড়ে না তাঁর। বিজেপি বা কংগ্রেসের আমলেও কাজ হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। দিনের পর দিন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।