Rajasthan: যুবতীকে গণধর্ষণ করে খুন, সাসপেন্ড অভিযুক্ত ২ কনস্টেবল

২০ বছরের ওই যুবতী বিকানেরের একটি সেন্টারে কম্পিউটার শিখতে আসতেন। বেশ কিছুদিন ধরে এক যুবক তাঁকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের লোকের। মঙ্গলবার কম্পিউটার শিখতে বিকানের গেলে ঘটনার মূল অভিযুক্ত ওই যুবতীকে অপহরণ করেন।

Rajasthan: যুবতীকে গণধর্ষণ করে খুন, সাসপেন্ড অভিযুক্ত ২ কনস্টেবল
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 5:39 PM

বিকানের: যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে। ওই যুবতী যখন কম্পিউটার ক্লাসের জন্য গিয়েছিলেন তখন তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এর পর অভিযুক্তেরই এক জনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পাঁচ জনের বিরুদ্ধে এই অভিযোগ। তার মধ্যে ২ জন পুলিশ কনস্টেবলও রয়েছেন। ধর্ষণের পর ওই যুবতীকে খুন করেন অভিযুক্তরা। তার পর দেহ একটি সিনেমা হলের কাছে ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। রাজস্থানের বিকানেরে ঘটেছে এই ঘটনা। ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন মৃত দলিত যুবতীর আত্মীয় ও পরিচিতরা। অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০ বছরের ওই যুবতী বিকানেরের একটি সেন্টারে কম্পিউটার শিখতে আসতেন। বেশ কিছুদিন ধরে এক যুবক তাঁকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের লোকের। মঙ্গলবার কম্পিউটার শিখতে বিকানের গেলে ঘটনার মূল অভিযুক্ত ওই যুবতীকে অপহরণ করেন। অভিযোগ, সেই কাজে তাঁকে সাহায্য করেছিল খাজুওয়ালা থানার দুই কনস্টেবল। অপহরণ করে যুবতীকে মূল অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ। এর পর নির্যাতিতার দেহ একটি সিনেমা হলের কাছে ফেলে দেন অভিযুক্তরা।

ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিকানেরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম। মৃতার আত্মীয়রা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। অভিযুক্ত দুই কনস্টেবসকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।