AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhanbad Plane Crash Video: আকাশ থেকে শহর দেখবে বলে গ্লাইডার বিমানে চেপেছিল, মাঝ আকাশ থেকে বাড়ির ছাদে আছড়ে পড়ল বিমান, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

Dhanbad Plane Crash Video: বিমানটি যে সময়ে ভেঙে পড়ে, সেই সময়ে ঘরের বাইরেই খেলছিল। কোনওমতে তাঁরা দুর্ঘটনা থেকে রক্ষা পান। অন্যদিকে, পাইলট ও বিমানের যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Dhanbad Plane Crash Video: আকাশ থেকে শহর দেখবে বলে গ্লাইডার বিমানে চেপেছিল, মাঝ আকাশ থেকে বাড়ির ছাদে আছড়ে পড়ল বিমান, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
ভেঙে পড়া বিমানটি।
| Edited By: | Updated on: Mar 24, 2023 | 8:01 AM
Share

ধানবাদ: আকাশ থেকে কেমন দেখতে লাগে গোটা শহরটা, তা দেখতেই কাকার বাড়িতে ঘুরতে এসে বিমানে চেপেছিল ১৪ বছরের কিশোর। কিন্তু  ক্ষণিকের মজাদার বিমান সফরে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা কল্পনাও করতে পারেনি ওই কিশোর। গ্লাইডার বিমানে (Glider Plane) চাপতেই তা মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল বাড়ির উপর। অল্পের জন্য প্রাণরক্ষা হলেও, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৪ বছরের ওই কিশোর ও বিমানের পাইলট। দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে। পাইলটের ককপিটের একটি ভিডিয়োও উদ্ধার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে কীভাবে আকাশ থেকে সজোরে একটি আবাসনের ছাদে আছড়ে পড়ছে বিমানটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধানবাদের বারওয়াড্ডা এয়ারস্ট্রিপ থেকে বৃহস্পতিবার দুপুরে ওই ছোট গ্লাইডার বিমানটি ছাড়ে। তবে উড়ান শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই তা ৫০০ মিটার দূরে একটি বাড়ির উপরে ভেঙে পড়ে। হঠাৎ কী কারণে ভেঙে পড়ল ওই বিমানটি, তা এখনও জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান, প্রযুক্তিগত সমস্যার কারণেই বিমানটি ভেঙে পড়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

বিমানের ককপিট থেকে যে ফুটেজটি উদ্ধার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, উড়ান শুরু করতেই হঠাৎ তার অভিমুখ নীচের দিকে হয়ে যায়। সামনের একটি বাড়ির কংক্রিটের পিলারের সঙ্গে ধাক্কা লাগে বিমানের। ছাদেই আছড়ে পড়ে বিমানটি। বিমানের পাইলট ও যাত্রীর ঠিক মাঝখান থেকে ফুঁড়ে ঢুকে যায় পিলারটি।

নীলেশ কুমার নামে যে ব্যক্তির বাড়ির উপরে গ্লাইডার বিমানটি ভেঙে পড়েছে, তিনি জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার ঘটনায় তাঁর পরিবারের কেউ আহত হননি। বিমানটি যে সময়ে ভেঙে পড়ে, সেই সময়ে ঘরের বাইরেই খেলছিল। কোনওমতে তাঁরা দুর্ঘটনা থেকে রক্ষা পান। অন্যদিকে, পাইলট ও বিমানের যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, আহত যাত্রীর বয়স মাত্র ১৪ বছর। ওই কিশোর বিহারের পটনার বাসিন্দা। ধানবাদে কাকার বাড়িতে ঘুরতে এসেছিল সে। বিমানে গোটা শহর ঘুরিয়ে দেখানো হয়, এই কথা শুনেই গ্লাইডার বিমানে চাপে সে। ওই ছোট বিমানে পাইলট ছাড়া মাত্র একজনই বসতে পারেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বেসরকারি সংস্থা ওই গ্লাইডার বিমান পরিষেবা চালায়। এই দুর্ঘটনার পর আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।