Amit Shah on development: অতিমারিতেও উন্নয়ন নিশ্চিত করেছে সরকার, জানালেন অমিত শাহ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 12, 2021 | 6:52 AM

Amit Shah: রেল ব্রিজ উদ্বোধনের পাশাপাশি আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার উত্তর পশ্চিম অঞ্চলের থালতেজ এবং গোটা ওয়ার্ডে সুইমিং পুল, জিম, টেনিস কোর্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah on development: অতিমারিতেও উন্নয়ন নিশ্চিত করেছে  সরকার, জানালেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: নিজস্ব চিত্র

Follow Us

আহমেদাবাদ: শনিবার গুজরাটে গিয়ে বিজেপি সরকারে কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, গুজরাটের বিজেপি সরকার করোনা অতিমারির মধ্যেও আহমেদাবাদে উন্নয়নের কাজ চালিয়ে গিয়েছে। শনিবার, গুজরাটের আহমেদাবাদে ৩৬ কোটি টাকা ব্যয়ে তৈরি একটি ট্রেন ওভারব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই বিজেপি সরকারের প্রশংসা শোনা যায় অমিত শাহের গলায়।

তিনি বলেন, “করোনার সময়ে উন্নত দেশগুলিও মন্দার মুখোমুখি হয়েছিল। কিন্তু আহমেদাবাদ করোনার সময় উন্নয়নের কাজগুলি করে ফেলতে উদ্যোগী ছিল। আহমেদাবাদ অতিমারির সময়ে সক্রিয় থাকার কারণে আজ আমরা এই প্রকল্পগুলি উদ্বোধন করতে পারছি।”

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের নেতৃত্বে কাজ করা গুজরাটে নতুনদের প্রশংসাও শোনা যায় অমিত শাহের মুখে। তিনি বলেন, “কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের ভূপেন্দ্র ভাই ও তাঁর নেতৃত্বে নতুন টিম যেভাবে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ক্ষেত্রে গুজরাটে উন্নয়নের কাজ করছে তা প্রশংসাযোগ্য। নগরোন্নয়ন ও বনাঞ্চলের পরিবেশ রক্ষায় অভূতপূর্ব কাজ হয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার করোনা মহামারির সময় দুবছর ধরে বিনামূল্যে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য সরবরাহ করেছে। একজন গরীব মানুষও যেন করোনার সময় খালি পেটে না ঘুমোতে যায়, এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সরকার। এদিনের অনুষ্ঠানে সকলকে করোনা টিকার দুটি ডোজ় নেওয়ার আবেদনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “করোনা ভাইরাসে চরিত্র বদল হওয়ার সম্ভাবনা থাকলে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। সাবধানতা অবলম্বন করতে করোনা টিকা দুটি ডোজ় নেওয়া ভীষণ প্রয়োজনীয়।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব।

উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদিন আহমেদাবাদ পুরসভার নির্বাচিত সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রেল ব্রিজ উদ্বোধনের পাশাপাশি আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার উত্তর পশ্চিম অঞ্চলের থালতেজ এবং গোটা ওয়ার্ডে সুইমিং পুল, জিম, টেনিস কোর্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্কার পানীয় জল সরবরাহের একটি প্রকল্পও উদ্বোধন করেন তিনি। চার লেনের একটি ফ্লাইওভার ব্রিজও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রকে তিনি দেশের সব থেকে উন্নত লোকসভা কেন্দ্রে পরিণত করতে চান। এর পাশপাশি নিজের সংসদীয় এলাকায় সবুজায়নের প্রতিও জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন Manipur Congress: ক্ষমতায় ফিরলে মণিপুর থেকে আফস্পা সম্পূর্ণ প্রত্যাহার হবে, প্রতিশ্রুতির ঢল কংগ্রেসের

আরও পড়ুন Road Accident: রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে না দূরপাল্লার লরি! শীতকালীন দুর্ঘটনা রুখতে পুলিশের নয়া উদ্যোগ

Next Article