AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistani Spy: অপারেশন সিঁদুরের সময় কন্ট্রোল রুমেই বসেছিল! পাক গুপ্তচর সন্দেহে আটক সরকারি কর্মী

Pakistani Spy: রাজস্থান সিআইডি ও গোয়েন্দা বাহিনীই এ দিন অভিযান চালিয়ে জয়পুর থেকে সাকুর খানকে আটক করে। জানা গিয়েছে, জয়সালমীরে সরকারি দফতরে কাজ করতেন ওই ব্য়ক্তি। কংগ্রেস নেতার সহকারীও ছিলেন।

Pakistani Spy: অপারেশন সিঁদুরের সময় কন্ট্রোল রুমেই বসেছিল! পাক গুপ্তচর সন্দেহে আটক সরকারি কর্মী
ধৃত পাকিস্তানি গুপ্তচর।Image Credit: X
| Edited By: | Updated on: May 29, 2025 | 12:06 PM
Share

জয়পুর: দেশের কোণে কোণে ছড়িয়ে রয়েছে পাক গুপ্তচর। ফের গুপ্তচর সন্দেহে আটক এক। সাকুর খান মাঙ্গালিয়া নামক সরকারি কর্মীকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে কাজ করত।

রাজস্থান সিআইডি ও গোয়েন্দা বাহিনীই এ দিন অভিযান চালিয়ে জয়পুর থেকে সাকুর খানকে আটক করে। জানা গিয়েছে, জয়সালমীরে সরকারি দফতরে কাজ করতেন ওই ব্য়ক্তি। কংগ্রেস নেতার সহকারীও ছিলেন।

চাঞ্চল্যকর বিষয় হল, অপারেশন সিঁদুরের সময় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ছিল সাকুর। গোয়েন্দাদের কাছে খবর আসে, পাকিস্তানের দূতাবাসের কর্মীর সঙ্গে যোগাযোগ ছিল সাকুরের। সম্ভবত আইএসআই-র সঙ্গেও যোগাযোগ রয়েছে। বেশ কিছু সময় তাঁর গতিবিধির উপরে নজর রাখছিল, এরপরই আজ তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের ব্যক্তিগত সহকারী হিসাবেও কাজ করতেন সাকুর। তাঁর ফোনে একাধিক পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে। কোথা থেকে এই নম্বর পেল সে, তার কোনও ব্যাখ্যা দিতে পারেনি। তবে মিলিটারি বা গোপনীয় কোনও তথ্য পাওয়া যায়নি।

গোয়েন্দাদের হাতে ধরা পড়ার আগেই অভিযুক্ত ব্যাঙ্কের ডিটেইলস ডিলিট করে দিয়েছিল। জেরায় জানা গিয়েছে, ৬-৭ বার পাকিস্তানেও গিয়েছিল সাকুর।