মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মোদী সরকার
প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সম্পর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। লোকসভায় প্রাক্তন প্রধান বিচারপতির (CJI) বিরুদ্ধে যৌন হেনস্থার প্রসঙ্গ তোলায় মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)। এদিকে সোমবারই সংসদে মহুয়ার পক্ষ নিয়ে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় জানান, মহুয়া মৈত্র শুধু প্রাক্তন প্রধান বিচারপতি বলেছেন, কারও নাম উনি করেননি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়ে কোনও মন্তব্য করা আইনত অসঙ্গত নয় বলে দাবি করেন তিনি। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদও তাঁর অবস্থানে অনড় থাকেন। এই প্রেক্ষিতে মঙ্গলবার জানা গেল, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্র।
সোমবার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের আলোচনার সময় মহুয়া দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন। এক জায়গায় তিনি বলেন যে, প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তারপর অভিযুক্ত বিচারপতির নেতৃত্বেই চলে বিচারপর্ব। এর ফলে বিচার ব্যবস্থা পবিত্রতা হারিয়েছে। তাঁর এই মন্তব্যের প্রবল বিরোধিতা করেন বিজেপি সাংসদরা। ওই মন্তব্যটি সভার কার্যবিবরণী থেকে মুছে দেওয়ার দাবি ওঠে। জানা যায়, মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনতে চলেছে কেন্দ্র।
আরও পড়ুন: যৌন হেনস্থা প্রসঙ্গ তুলে সংসদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিশানা মহুয়ার
এদিকে ওয়াকিবহাল মহলেরও দাবি, মহুয়ার বিরুদ্ধে আইনত কোনও ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। কারণ, তৃণমূল সাংসদ বর্তমান নয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়ে সংসদে মন্তব্য করেছেন। আর প্রাক্তন বিচারপতিরা বর্তমান বিচারপতিদের মতো রক্ষাকবচ উপভোগ করেন না। তাই সোমবার তৃণমূল সাংসদ যে বিষয়ে সংসদে মন্তব্য করে হুলুস্থুলু ফেলে দিয়েছিলেন সেই প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কার্যত অসম্ভব। এই খবরের প্রেক্ষিতে আবার টুইটারে কটাক্ষপূর্ণ মন্তব্য ছুড়ে দেন তৃণমূল সাংসদ। লেখেন, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
What? No action?Just when I was gearing up to fight the good fight! https://t.co/jOg6gwpgzJ
— Mahua Moitra (@MahuaMoitra) February 9, 2021
সোমবার প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে উদ্দেশ্য করে মহুয়ার মন্তব্যে ব্যাপক তোলপাড় শুরু হলেও নিজের অবস্থানে অটল ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হতে পারে এই খবরের প্রেক্ষিতে তৃণমূল সাংসদের টুইট ছিল, “দেশের অন্ধকার সময়ে সত্য বলার জন্য যদি আমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয় সেটা হবে আমার কাছে আনন্দের।”
It would be a privelege indeed if a breach of privelege motion is initiated against me for speaking the truth during India’s darkest hour
— Mahua Moitra (@MahuaMoitra) February 8, 2021
প্রাক্তন প্রধান বিচারপতি ছাড়া কৃষক আন্দোলন ও সরকারের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি।