AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: কাশ্মীরে বড় পদক্ষেপ সরকারের, দরদর করে ঘামছে পাকিস্তান! চাপের মুখে সীমান্তে ল্যাজে-গোবরে অবস্থা পাক সেনার

Indian Army: ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে তা হারেহারে টের পাচ্ছে পাকিস্তান। তাই নজরদারিতে খামতি রাখতে রাজি নয় পাক সেনাও। সূত্রের খবর, LAC-তে পাকিস্তানের তরফে আগে যে পরিমাণ সেনা মোতায়েন ছিল তা বর্তমানে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Indian Army: কাশ্মীরে বড় পদক্ষেপ সরকারের, দরদর করে ঘামছে পাকিস্তান! চাপের মুখে সীমান্তে ল্যাজে-গোবরে অবস্থা পাক সেনার
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 8:56 AM
Share

নয়া দিল্লি: প্রত্যাঘাতের আশঙ্কায় প্রহর গুনছে পাকিস্তান। ভারতীয় সেনার তৎপরতায় হাঁটু কাঁপছে পাক সেনার। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় সেনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে চলেছে সরকার। স্যাটেলাইট থার্মাল ইমেজের উপর নজর রাখছে ভারতীয় সেনা। পাক সেনার গতিবিধি সম্পর্কে ইন্টেলিজেন্স ইনপুট বিশ্লেষণ করে পা ফেলছে ভারতীয় সেনা। অ্যান্টি ড্রোন নজরদারিও বাড়ানো হয়েছে। 

কোনওভাবেই যাতে শত্রুপক্ষের লোকজন এপারে আড়ি পাততে না পারে, কোনওভাবেই যাতে মেঘের আড়ালে থেকে নজরদারি চালাতে না পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে তা হারেহারে টের পাচ্ছে পাকিস্তান। তাই নজরদারিতে খামতি রাখতে রাজি নয় পাক সেনাও। প্রত্যাঘাতের আশঙ্কায় ইতিমধ্যেই LAC-তে ব্যাপক হারে সেনা মোতায়েন পাকিস্তানের। 

সূত্রের খবর, LAC-তে পাকিস্তানের তরফে আগে যে পরিমাণ সেনা মোতায়েন ছিল তা বর্তমানে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় আফগানিস্তানের সীমান্ত থেকে পর্যন্ত পাক সেনাকে সরিয়ে আনা হচ্ছে পূর্ব সীমান্ত বা লাই অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দিকে। সোজা কথায়, ভারতের চাপে যে পাকিস্তান ইতিমধ্যেই দরদর করে ঘামতে শুরু করে দিয়েছে তা তাঁদের গতিবিধি থেকেই স্পষ্ট। এমনটাই মত ওয়াকিবহাল মহলের বড় অংশের।