Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime News: ৮ বছরের ছাত্রের গোপনাঙ্গে দড়ি বাঁধল একদল পড়ুয়া, তদন্ত জারি পুলিশের

Crime News: ৮ বছরের ছাত্রের গোপনাঙ্গে দড়ি বাঁধল একদল পড়ুয়া। হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে শিশু।

Crime News: ৮ বছরের ছাত্রের গোপনাঙ্গে দড়ি বাঁধল একদল পড়ুয়া, তদন্ত জারি পুলিশের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 1:14 PM

নয়া দিল্লি: চরম হেনস্থার শিকার ৮ বছরের এক ছাত্র (Student)। কিদবাই নগর এলাকার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (New Delhi Municipal Corpotration) এলাকায় এক স্কুলের পঠনরত সে। আর স্কুলেই অত্যাচারের সম্মুখীন হল সেই শিশু। অভিযোগ উঠেছে, ৮ বছরের এই পড়ুয়ার গোপনাঙ্গে (Private Parts) একদল ছাত্র নাইলনের দড়ি বেঁধে দিয়েছে। গত বুধবারের ঘটনা। এই ঘটনার পরই তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিদবাই নগর এলাকার অটল আদর্শ স্কুলে পঠনরত বছর আটের সেই শিশু। জানা গিয়েছে, সেই স্কুলেরই একদল পড়ুয়া ওই শিশুর গোপনাঙ্গে নাইলনের দড়ি বেঁধে দেয়। তবে এরপরেও ব্যথা সহ্য করে মুখ বন্ধ রেখেছিল ওই শিশু। এই বিষয়ে বাড়িতে কাউকে কিছুই জানায়নি সে। তবে গত ২৮ ডিসেম্বর বাড়ির লোকের নজরে আসে বিষয়টি। ওই শিশু স্নান করছিল। সেই সময় বাবা-মা খেয়াল করেন তাঁদের ছেলের গোপনাঙ্গে দড়ি বাঁধা রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারপরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকেই পিসিআর কল করে পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়। হাসপাতালেই দেখা করতে যায় তদন্তকারী পুলিশ আধিকারিক। সেখানে শিশুর অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তাঁরা। ডাক্তার তাকে পরীক্ষা করার পর জানিয়েছেন, ছেলেটির অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, কারা তার সঙ্গে এহেন বর্বরতা করেছে তাদের শনাক্ত করতে পারেনি ওই শিশু। এরপর পুলিশের স্কুলে গিয়ে সেই পড়ুয়াদের খুঁজে বের করার কথা। এই ঘটনায় তদন্ত জারি রয়েছে পুলিশের।