Bizarre: উত্তরাখণ্ডে ঘুরতে গিয়েছে প্রেমিক, তাঁর স্নাতকের পরীক্ষায় বসলেন প্রেমিকা!

Gujarat: পরীক্ষার হলে রোজ বদলে যেতেন পরীক্ষক। ব্যক্তিগত ভাবে তাঁরা কেউ চিনতেন না ওই যুবতীকে। এই ফাঁক গলে বেশ কয়েকটি পরীক্ষাও দিয়ে দেন তিনি।

Bizarre: উত্তরাখণ্ডে ঘুরতে গিয়েছে প্রেমিক, তাঁর স্নাতকের পরীক্ষায় বসলেন প্রেমিকা!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 7:45 AM

আহমেদাবাদ: এক জনের বদলে অন্য জন পরীক্ষা দিচ্ছেন, এ রকম ঘটনা প্রায়শই ঘটে দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের ঘটনা বেশি ঘটে। তা আটকানোর জন্য বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপও করা হয়। কিন্তু এই ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ঘটে টাকার বিনিময়ে। কিন্তু গুজরাতে এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যা ঘটেছে তা অন্য মাত্রা পেয়েছেন। সেখানেও এক জনের বদলে অন্য জন পরীক্ষা দিতে গিয়েছিলেন। ধরাও পড়ছেন। তবে নকলকারী টাকা লোভে বা কোনও অসৎ উদ্দেশ্যে এই কাণ্ড ঘটাননি। প্রেমের টানে এই কাজ করেছেন তিনি। প্রেমিক ঘুরতে গিয়েছে। তাই প্রেমিকের পরীক্ষা দিতে গিয়েছেন প্রেমিকা। এই ঘটনা অবাক করেছে কলেজের প্রফেসরদেরও।

বীর নর্মদ সাউথ গুজরাত বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের স্নাতকের ছাত্র ছিলেন এক যুবক। তিনি ঘুরতে গিয়েছেন উত্তরাখণ্ডে। এ দিকে তাঁর পরীক্ষা রয়েছে। তাই তাঁর প্রেমিকা গিয়েছিলেন তাঁর হয়ে পরীক্ষা দিতে। পরীক্ষা হলে ঢোকার জন্য হল টিকিটে জালিয়াতি করা হয়েছিল। প্রেমিকের বদলে নিজের ছবি লাগিয়েছিলেন।

পরীক্ষার হলে রোজ বদলে যেতেন পরীক্ষক। ব্যক্তিগত ভাবে তাঁরা কেউ চিনতেন না ওই যুবতীকে। এই ফাঁক গলে বেশ কয়েকটি পরীক্ষাও দিয়ে দেন তিনি। যদিও পরে ধরা পড়ে যান। সে সময় ওই ছাত্রকে ফোন করে জানা যায় তিনি উত্তরাখন্ডে। এই ঘটনার জেরে শাস্তির মুখে পড়তে হবে ওই প্রেমিক প্রেমিকা। ওই যুবক স্নাতক পাশ না করলেও যুবতী স্নাতক পাশ করেছেন। কিন্তু এই ঘটনার জন্য তাঁর স্নাতক ডিগ্রি খারিজ করে দেওয়া হতে পারে। পাশাপাশি ওই ছাত্রকেও আগামী তিন বছর পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না বলে জানা গিয়েছে।