Car Accident: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের শিক্ষকের

Tragic accident: পেশায় শিক্ষক পরেশবাবু স্ত্রী অমিতার সঙ্গে গুজরাটের বানাসকান্থা জেলায় আম্বাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। নিজেই গাড়ি চালিয়ে যান তিনি। মন্দির থেকে ফেরার সময় হাইওয়েতে আচমকা একটি পথকুকুর তাঁর গাড়ির সামনে চলে আসে। ওই কুকুরটিকে বাঁচাতে গিয়ে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে পরেশবাবুর গাড়ি।

Car Accident: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের শিক্ষকের
প্রতীকী ছবি।Image Credit source: pixabay
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 9:42 PM

নর্মদা: পথকুকুরকে বাঁচাতে গাড়ি দুর্ঘটনার ঘটনা দেশে বেড়েই চলেছে। অনেকেই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে অনেকেই আহত হয়, এমনকি অনেকের প্রাণও যায়। এবার এক মর্মান্তিক ঘটনা ঘটল গুজরাটের নর্মদা জেলার এক দম্পতির সঙ্গে। পথকুকুরকে বাঁচাতে গাড়ি নিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ৫৫ বছর বয়সি এক ব্যক্তি। এই দুর্ঘটনায় তাঁর স্ত্রী প্রাণ হারান। এই ঘটনায় চরম অপরাধবোধে ভুগতে শুরু করেন ওই ব্যক্তি। যার ফলে থানায় গিয়ে নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি।

পুলিশ সূত্রে খবর, নিজের নামে অভিযোগ দায়ের করা ওই ব্যক্তির নাম পরেশ দোশী। পেশায় শিক্ষক পরেশবাবু স্ত্রী অমিতার সঙ্গে গুজরাটের বানাসকান্থা জেলায় আম্বাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। নিজেই গাড়ি চালিয়ে যান তিনি। মন্দির থেকে ফেরার সময় হাইওয়েতে আচমকা একটি পথকুকুর তাঁর গাড়ির সামনে চলে আসে। ওই কুকুরটিকে বাঁচাতে গিয়ে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে পরেশবাবুর গাড়ি।

খিরজ-খেদব্রহ্ম হাইওয়েতে কুকুরকে বাঁচাতে গিয়ে পরেশবাবুর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিলারে এবং তারপর ব্যারিকেডে ধাক্কা মারে। গাড়ির সামনে যাত্রীর আসনে বসে ছিলেন পরেশবাবুর স্ত্রী অমিতা। গাড়ির কাচ ভেঙে ব্যারিকেড তাঁর মুখে লাগে। গুরুতর জখম হন তিনি। তারপর প্রত্যক্ষদর্শীরা সঙ্গে-সঙ্গে তাঁদের উদ্ধার করতে এগিয়ে এলেও গাড়ির দরজা ভিতর থেকে স্বয়ংক্রিয় লক করা ছিল। ফলে তাঁদের বের করতে পারেননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির কাচ ভেঙে দম্পতিকে উদ্ধার করে। তারপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই অমিতার মৃত্যু হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গত রবিবার, ৪ ফেব্রুয়ারি। হাসপাতালে চিকিৎসায় পরেশবাবু কিছুটা সুস্থ হওয়ার পর নিজেই থানায় গিয়ে নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মূলত, স্ত্রীর মৃত্যুর জন্য নিজেকে অভিযুক্ত মনে করেন পরেশবাবু। গাড়ি চালানোয় তাঁর উদাসীনতা ছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি। যদিও পুলিশ এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি। তবে স্ত্রীর প্রতি কতটা ভালবাসা থাকলে স্বামী নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন, তা পরেশবাবুর পদক্ষেপে স্পষ্ট।