‘আমজনতার সমস্যা মেটাতে হবে’, বাইডেনের সঙ্গে কাজ করার বার্তা নমোর

বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আমজনতার সমস্যা মেটানোর জন্য আমেরিকার নেতৃত্বকে শুভ কামনা জানালেন প্রধানমন্ত্রী।

'আমজনতার সমস্যা মেটাতে হবে', বাইডেনের সঙ্গে কাজ করার বার্তা নমোর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 20, 2021 | 10:57 PM

নয়া দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন। ইতিহাস তৈরি করে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে জো বাইডেনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আমজনতার সমস্যা মেটানোর জন্য আমেরিকার নেতৃত্বকে শুভ কামনা জানালেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক ভাবে আরও এগিয়ে যাওয়া, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো ও ভারত- আমেরিকা সম্পর্কের উন্নতি সাধনের জন্য জো বাইডেনের সঙ্গে কাজ করার কথা জানালেন নমো।

বাইডেন নির্বাচনে জয়ী হওয়ার পরও টুইটে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকেও ইতিহাস গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন নমো। মার্কিন ক্যাপিটলে যখন ট্রাম্পপন্থীরা চড়াও হয়েছিল তখনও ক্ষমতার সুহস্তান্তরের সওয়াল করে টুই করেছিলেন নমো।