Amit Shah: ‘India নয়, ভারত হিসাবেই ভারতের পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন’, আচার্য শ্রী বিদ্যাসাগর জি মহারাজের স্মৃতি মহোৎসবে গিয়ে বললেন শাহ
Amit Shah: আচার্য শ্রী বিদ্যাসাগরজির স্মরণে অমিত শাহের হাত ধরেই এদিন ১০০ টাকার একটি স্মারক মুদ্রা, ৫ টাকার ডাক বিভাগের একটি বিশেষ এনভেলপ, ১০৮টি পদচিহ্ন এবং ছবি সামনে আসে। প্রস্তাবিত সমাধি স্মারক বিদ্যায়তনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

ছত্তিশগড়: ছত্তিশগড়ে স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে আচার্য শ্রী বিদ্যাসাগর জি মহারাজের প্রথম সমাধি স্মৃতি মহোৎসব এবং শ্রী ১০০৮ সিদ্ধচক্র বিধান বিশ্ব শান্তি মহাযজ্ঞে যোগ দিলেন তিনি। এ নিয়ে এদিন একটি টুইটও করেন। তাঁর জীবন দর্শন নিয়ে বলতে গিয়ে শাহ বলেন, আচার্য শ্রী বিদ্যাসাগর জি মহারাজ একটি নতুন ধারণার জন্ম দিয়েছিলেন। একটি নতুন যুগের সূচনা করেছিলেন। মানবতা রক্ষার জন্য অনেক অমূল্য কাজ করে গিয়েছেন। তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় তাঁকে। আচার্য বিদ্যাসাগরজির জীবনের প্রতিটি মুহূর্ত ধর্ম, সংস্কৃতি এবং জাতির জন্য নিবেদিত ছিল। তার জীবন সত্যিই অনুপ্রেরণা দেয়।
আচার্য শ্রী বিদ্যাসাগরজির স্মরণে অমিত শাহের হাত ধরেই এদিন ১০০ টাকার একটি স্মারক মুদ্রা, ৫ টাকার ডাক বিভাগের একটি বিশেষ এনভেলপ, ১০৮টি পদচিহ্ন এবং ছবি সামনে আসে। প্রস্তাবিত সমাধি স্মারক বিদ্যায়তনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই, উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এবং শ্রদ্ধেয় মুনি শ্রী সমতা সাগর জি মহারাজ-সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরই উপস্থিত দেখা যায়।
আচার্য গুরুবর শ্রী বিদ্যাসাগর জি মহারাজের প্রথম সমাধি স্মৃতি মহোৎসবে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেন। তাঁর কথায়, মোদীজির নেতৃত্বে ভারত বসুধৈব কুটুম্বকম এবং অহিংসা পরমো ধর্মের নীতি প্রচার করছে। এক নতুন উচ্চতায় যাচ্ছে ভারত। এরপরই ফের শ্রী বিদ্যাসাগর জি মহারাজের প্রসঙ্গ টেনে বলেন, আচার্যজি ভারতীয় ভাষাগুলির প্রচারের বিশেষ জোর দিয়েছিলেন। দেশের গৌরব গাঁথা বিশ্ব আঙিনায় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন। ইন্ডিয়া নয়, ভারত হিসাবেই গোটা বিশ্বের কাছে ভারতের পরিচিতি গড়ে তুলতে চেয়েছিলেন। ভারতীয় সংস্কৃতির প্রসারে বড় ভূমিকা নিয়েছিলেন।
आचार्य गुरुवर श्री विद्यासागर जी महामुनिराज ने देशवासियों को अध्यात्म और शुचितापूर्ण जीवन के लिए प्रेरित किया। डोंगरगढ़ (छत्तीसगढ़) में उनके ‘प्रथम समाधि स्मृति महोत्सव’ से लाइव… #आचार्य_विद्यासागरजी_स्मृति_महोत्सवhttps://t.co/jdZZ0mT5AT
— Amit Shah (@AmitShah) February 6, 2025





