AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sikkim: নাথুলায় তুমুল বৃষ্টি, আটকে থাকা পর্যটকদের উদ্ধার সেনার

Sikkim: বিআরও সূত্রে খবর, উদ্ধার হওয়া পর্যটকদের দেওয়া হচ্ছে গরম খাবার। সেনা ছাউনিতেই আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাঁদের জন্য। পর্যটকদের গ্যাংটক ফেরাতে উদ্যোগ নিয়েছেন জওয়ানরা। তাঁদেরকে প্রোজেক্ট 'সস্তিক'-এর অন্তর্গত তিস্তা নদীর উপর তৈরি নতুন রাস্তা দিয়ে রাজধানী গ্যাংটকে পাঠানো হচ্ছে। গোটা উদ্ধার প্রক্রিয়া লেফেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরির পর্যবেক্ষণে চলছে।

Sikkim: নাথুলায় তুমুল বৃষ্টি, আটকে থাকা পর্যটকদের উদ্ধার সেনার
সিকিমে প্রবল বৃষ্টি (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: May 02, 2023 | 12:37 PM
Share

সিকিম: ভরা বৈশাখেও বরফে ঢাকা উত্তর সিকিমের নাথুলা। এরই মধ্যে আবার সেখানে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। যার জেরে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন পর্যটকরা। শীতের কামড়ে এক প্রকার কাবু হয়ে গিয়েছেন তাঁরা। মঙ্গলবার প্রায় ৪০ জন পর্যটককে উদ্ধার করেছে বিআরও (বর্ডার রোড অর্গানাইজেশন)।

বিআরও সূত্রে খবর, উদ্ধার হওয়া পর্যটকদের দেওয়া হচ্ছে গরম খাবার। সেনা ছাউনিতেই আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাঁদের জন্য। পর্যটকদের গ্যাংটক ফেরাতে উদ্যোগ নিয়েছেন জওয়ানরা। তাঁদেরকে প্রোজেক্ট ‘সস্তিক’-এর অন্তর্গত তিস্তা নদীর উপর তৈরি নতুন রাস্তা দিয়ে রাজধানী গ্যাংটকে পাঠানো হচ্ছে। গোটা উদ্ধার প্রক্রিয়া লেফেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরির পর্যবেক্ষণে চলছে।

সম্প্রতি, সিকিমের নাথুলা, ছাঙ্গুতে ভয়াবহ তুষার ধসের জেরে আটকে পড়েন বহু পর্যটক। এমনকী সাতজনের মৃত্যু পর্যন্ত হয়। তার মধ্যে তিনজন বাঙালি পর্যটকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। আকস্মিক তুষারধস নামায় জওহরলাল নেহরু সড়কের উপরও আটকে পড়েন বহু পর্যটক। সেই সময় ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ, সিকিমের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চালকরা যৌথভাবে উদ্ধারকাজ চালায়।