Bangladeshi: ‘অবৈধ’ বাংলাদেশি ধরতে চাই বাংলার পুলিশের ‘হেল্প’, দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম ঢুকল বাংলায়

Bangladeshi: দিল্লির বসন্তকুঞ্জে বাঙালি বস্তি এলাকা থেকেই বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছে জাহাঙ্গীর-সহ মোট আট ব্যক্তি। শুরু হয়েছে হয়েছে চাপানউতোর। এবার নতুন পদক্ষেপের পথে দিল্লি পুলিশ। যে বাংলাভাষীদের সন্দেহভাজন বাংলাদেশি বলে মনে করছে দিল্লি পুলিশ, তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য যোগাযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে।

Bangladeshi: ‘অবৈধ’ বাংলাদেশি ধরতে চাই বাংলার পুলিশের ‘হেল্প’, দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম ঢুকল বাংলায়
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 3:54 PM

নয়া দিল্লি: অনুপ্রবেশ নিয়ে সীমান্তে যেমন চিন্তা বাড়ছে, তেমনই উদ্বেগের আবহ রাজধানীতেও। এবার ‘অবৈধ’ বাংলাদেশি ধরতে বাংলার পুলিশের ‘হেল্প’ চাইছে দিল্লি পুলিশ। সোজা কথায়, রাজধানীতে বাংলাদেশি চিহ্নিতকরণে পশ্চিমবঙ্গের মুখাপেক্ষী দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের রিপোর্টের উপরই নির্ভর করছে কয়েক’শ সন্দেহভাজন পরিবারের নাগরিকত্বের ভাগ্য। কোচবিহারে গ্রামে গ্রামে ক্যাম্প করে দিল্লির সন্দেহভাজন বাঙালিদের আদি পরিচয় যৌথভাবে খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং দিল্লি পুলিশের স্পেশাল টিম। 

দিল্লির বসন্তকুঞ্জে বাঙালি বস্তি এলাকা থেকেই বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছে জাহাঙ্গীর-সহ মোট আট ব্যক্তি। শুরু হয়েছে হয়েছে চাপানউতোর। এবার নতুন পদক্ষেপের পথে দিল্লি পুলিশ। যে বাংলাভাষীদের সন্দেহভাজন বাংলাদেশি বলে মনে করছে দিল্লি পুলিশ, তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য যোগাযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে। পাশাপাশি দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলায়। আধার কার্ড, ভোটার কার্ড দেখে কোনওরকম সন্দেহ হলে বাংলায় সত্যিই তাদের ভিটেমাটি, আত্মীয় পরিজন রয়েছে কিনা সে বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের থেকে রিপোর্ট নিচ্ছে দিল্লি পুলিশ। 

এই খবরটিও পড়ুন

সূত্রের খবর, ২৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় ৬ হাজারের বেশি সন্দেহভাজন ব্যক্তির পরিচয়পত্র খতিয়ে দেখেছে দিল্লি পুলিশ। শুধুমাত্র দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিল্লি থেকেই গত তিন সপ্তাহে ১৫ জন বাংলাদেশি চিহ্নিত করে ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার আটজন বাংলাদেশিকে ডিপোর্ট করেছে Foreigners Regional Registration Office বা FRRO। গত ১০ ডিসেম্বর রাজধানী দিল্লিতে পরিচয়পত্র খতিয়ে দেখে বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাঁদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। তারপর থেকে করা হচ্ছে একের পর এক পদক্ষেপ।