Vande Sadharan Train: টিকিটের দাম অনেক কম, আসছে ‘সাধারণের’ বন্দে ভারত
Vande Sadharan Train: বন্দে ভারতের গতির স্বাদ পেতে পকেটে চাপটা একটু বেশিই পড়ে। অনেক যাত্রীই বন্দে ভারতের টিকিটের দাম নিয়ে অভিযোগ করেছেন। তাই, এবার বন্দে ভারতের বাজেট-বান্ধব সংস্করণ আনতে চলেছে মোদী সরকার।
নয়া দিল্লি: ইতিমধ্যেই গোটা দেশে রেল যোগাযোগে বিপ্লব এনেছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। রেলের বিভিন্ন রুটে এসেছে গতির জোয়ার। কিন্তু, বন্দে ভারতের গতির স্বাদ পেতে পকেটে চাপটা একটু বেশিই পড়ে। অনেক যাত্রীই বন্দে ভারতের টিকিটের দাম নিয়ে অভিযোগ করেছেন। তাই, এবার বন্দে ভারতের বাজেট-বান্ধব সংস্করণ আনতে চলেছে মোদী সরকার। এই ট্রেনগুলির নাম এখনও ঠিক হয়নি। তবে, সাধারণ মানুষের কথা ভেবে এই ট্রেনগুলি আনা হচ্ছে বলে, শোনা যাচ্ছে এগুলির নাম হবে ‘বন্দে সাধারণ’ ট্রেন। এই ট্রেনগুলির যাত্রা শুরু এখনও দেরি আছে। তবে, তার আগে সোশ্যাল মিডিয়া ফাঁস হয়ে গিয়েছে এই ট্রেনগুলির ছবি।
বাতানুকূল নয়: বন্দে ভারত ট্রেনের সকল বগিই বাতানুকূল অর্থাৎ, এসি। একেকটি ট্রেন তৈরি করতে খরচ পড়েছে আনুমানিক ১০০ কোটি টাকা। এর বিপরীতে, বন্দে সাধারণ ট্রেনের বগিগুলি হবে নন-এসি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই নন-এসি বন্দে সাধারণ বগিগুলি তৈরির কাজ চলছে। একেকটি ট্রেন তৈরির খরচ পড়ছে, ৬৫ কোটি টাকা করে।
সামনে টানবে, পিছনে ঠেলবে
একেকটি বন্দে সাধারণ ট্রেনে ২৪টি করে এলএইচবি কোচ এবং সামনে ও পিছনে – দুটি করে লোকোমোটিভ ইঞ্জিন থাকবে। সামনে থেকে যেখানে একটি ইঞ্জিন গাড়িটিকে টেনে নিয়ে যাবে, পিছনের ইঞ্জিনটি একই সময়ে পিছন থেকে ট্রেনটিকে ঠেলবে। ফলে, ট্রেনটির তরণ অনেক বেশি হবে এবং ফলে গতিও বেশি হবে।
🚨 Vande Sadharan trains, an non AC economical version of Vande Bharat is getting ready. (📸- @trains_of_india) pic.twitter.com/2NMpxeSdeg
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 11, 2023
সুযোগ-সুবিধা
বন্দে ভারত ট্রেনে সুযোগ সুবিধার কোনও অভাব নেই। বাজেট-বান্ধব বন্দে সাধারণ ট্রেনগুলিতে টিকিটের খরচ অনেক কম হলেও, সুযোগ-সুবিধায় বিশেষ কাট-ছাঁট করা হয়নি। বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, যাত্রী তথ্য ব্যবস্থা, প্রতি আসনে মোবাইল ফোন চার্জ করার জায়গার মতো সুবিধা পাবেন যাত্রীরা। পাশাপাশি, নজর দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষাতেও। প্রতি বগিতে থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই এই ট্রেনগুলির দরজাগুলিও স্বয়ংক্রিয়ভাবে খোলা-বন্ধ করবে।
এই সকল সুবিধা নিয়েই আত্মপ্রকাশ করতে চলেছে বন্দে সাধারণ ট্রেন। তবে, শেষ পর্যন্ত টিকিটের দাম, ‘বন্দে ভারত’ ট্রেনগুলির তুলনায় কতটা কম হয়, সেটাই দেখার।