AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Terror Attack: ‘আপনি কি হিন্দু?’, হামলার আগের দিন পর্যটককে জিজ্ঞাসা করেছিল সন্দেহভাজন জঙ্গি

Pahalgam Terror Attack: আদর্শ বলেন, "ওইদিন পহেলগাঁওয়ে হর্স রাইডিং করছিলাম। সেইসময় একটি ম্যাগি স্টলের সামনে খাবার খেতে আসি। সেখানেই ওই যুবক আমাকে একথা জিজ্ঞাসা করেছিল। ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল। তার দিকে ঘুরে ওই যুবক বলেছিল, আজ এখানে ভিড় কম।"

Pahalgam Terror Attack: 'আপনি কি হিন্দু?', হামলার আগের দিন পর্যটককে জিজ্ঞাসা করেছিল সন্দেহভাজন জঙ্গি
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা কোয়াড সদস্য দেশগুলিরImage Credit: PTI
| Updated on: Apr 30, 2025 | 5:17 PM
Share

পহেলগাঁও: শুধু হামলা চালানোর দিনই নয়। তার আগের দিনও সন্দেহভাজন জঙ্গিরা এক ব্যক্তির কাছে জানতে চেয়েছিলেন, তিনি হিন্দু কি না। এমনই দাবি করলেন ওই ব্যক্তি। মহারাষ্ট্রের জালনার ওই ব্যক্তি সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে বাড়ি ফিরেছেন। তিনি দাবি করলেন, হামলার আগের দিন সন্দেহভাজন এক জঙ্গি তাঁর সঙ্গে কথা বলেছিল।

সংবাদসংস্থা পিটিআই-কে আদর্শ রাউত নামে ওই ব্যক্তি জানিয়েছেন, গত ২১ এপ্রিল বৈসরনে একটি ফুড স্টলে তাঁর সঙ্গে কথা বলেছিল এক যুবক। সেই যুবক তাঁকে বলেছিল, “আপনি কি হিন্দু? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি কাশ্মীরের বাসিন্দা।”

আদর্শ বলেন, “ওইদিন পহেলগাঁওয়ে হর্স রাইডিং করছিলাম। সেইসময়ই একটি ম্যাগি স্টলের সামনে খাবার খেতে আসি। সেখানেই ওই যুবক আমাকে একথা জিজ্ঞাসা করেছিল। ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল। তার দিকে ঘুরে ওই যুবক বলেছিল, আজ এখানে ভিড় কম।”

ওই যুবকের কথা শুনে কিছুটা খটকা লেগেছিল আদর্শের। তবে বিশেষ আমল দেননি তিনি। কিন্তু, পরদিন ওই এলাকাতেই জঙ্গি হামলার পরই আগের দিনের ওই যুবকের কথাগুলো তাঁকে ভাবায়। পরদিন অর্থাৎ গত ২২ এপ্রিল বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের।

আদর্শ বলেন, এনআইএ জঙ্গিদের স্কেচ প্রকাশ করার পর তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এনআইএ-কে ইমেইল পাঠিয়েছেন। তাঁর কথায়, “আমার যা মনে রয়েছে, সব জানিয়েছি। আমি উল্লেখ করেছি যে ওইদিন নেটওয়ার্ক সমস্যার জন্য ম্যাগি স্টলের মালিককে খাবারের দাম দিতে পারিনি। আমি তাঁর ফোন নম্বর নিই। এবং পাহাড় থেকে নেমে আসার পর খাবারের পয়সা অনলাইনে পাঠাই।” এখনও এনআইএ-য়ের তরফে কোনও জবাব পাননি জানিয়ে আদর্শ বলেন, “আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের সবরকম সাহায্য করব।” আদর্শের বক্তব্যের পর প্রশ্ন উঠছে, হামলার আগের দিন কি বৈসরনেই ছিল জঙ্গিরা?