‘আপ ক্রোনোলজি সমঝিয়ে…’, পেগাসাস বিতর্কের পিছনে কাদের মাথা? ব্যাখ্যা দিলেন শাহ

দেশের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। সেই বিতর্কেই মুখ খুললেন অমিত শাহ

'আপ ক্রোনোলজি সমঝিয়ে...', পেগাসাস বিতর্কের পিছনে কাদের মাথা? ব্যাখ্যা দিলেন শাহ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 8:17 PM

নয়া দিল্লি: ‘আপ ক্রোনোলজি সমঝিয়ে!’ এ কথা প্রথমবার বললেন না অমিত শাহ। এর আগে লোকসভায় এনআরসি ও সিএএ-র ব্যাখ্যা দিতে গিয়েই এই সংলাপই ব্যবহার করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বার পেগাসাস বিতর্কের জবাব দিতে ফের এই শব্দগুচ্ছ ব্যবহার করলেন তিনি। তাঁর দাবি, কিছু শক্তি সরকারকে বাধা দেওয়ার জন্যই এ কাজ করছে। আজ লোকসভার বাদল অধিবেশনে এই ইস্যু নিয়ে আলোচনা হওয়ার পর বিবৃতি দিয়ে এমনটাই বললেন অমিত শাহ।

বিবৃতিতে তাঁর দাবি, যতই সরকারকে বাধা দেওয়ার চেষ্টা হোক না কেন বাদল অধিবেশনে নতুন ‘ফল’ ফলবেই। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অধিবেশনে আলোচনা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেছেন, ‘কিছু কিছু অংশের লক্ষ্যই হল, বিশ্বের মঞ্চে ভারতের ভাবমূর্তি মলিন করা, দেশের উন্নতির গতি রোধ করা।’ তবে তাঁর মতে, ভারতীয়রা বাদল অধিবেশন থেকে নতুন কিছু শুনবে বলে আশা করে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অমিত শাহ।

ইতিমধ্যেই পেগাসাস ইস্যু বা সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা-নেত্রী। আর কংগ্রেসের এই সমালোচনা প্রত্যাশিত বলেই মত অমিত শাহের। তাঁর কথায়, ‘লোকসভা উন্নয়নের স্বার্থে হওয়া যে কোনও কার্যক্রমে ওরা বাধা দিতে চাইবে।’ এ দিন অধিবেশনের শুরুর দিন কংগ্রেস যে ভাবে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছে সেই আচরণের সমালোচনাও করেছে অমিত শাহ। প্রধানমন্ত্রী বা তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর বক্তব্যের সময় কংগ্রেসের আচরণ ঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি।

সব শেষে তিনি বলেন, ‘আপ ক্রোনোলজি সমঝিয়ে! কথাটা হয়ত অনেকে হালকা মেজাজে বলে থাকেন, কিন্তু আমি গম্ভীরভাবেই বলছি।’ তাঁর দাবি, ‘ভারতীয়দের ক্রোনোলজি বা ঘটনার পরম্পরা সম্পর্কে বোঝার ক্ষমতা আছে।’ তিনি বুঝিয়ে দিয়েছেন যে শুধু দেশের রাজনৈতিক দলগুলিই নয়, অনেক দেশও ভারতের উন্নতি চায় না বলে অপপ্রচার চালিয়ে থাকে। অমিত শাহের সঙ্গে একই সুরে কথা বলেছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য, বাদল অধিবেশনের আগে এই ধরনের অভিযোগ কাকতালীয় নয়। অর্থাৎ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনিও। আরও পড়ুন: ‘এমন কাজ করবেন না যাতে কাশ্মীরে ডিউটি করতে হয়,’ জেলার এসপি-কে হুমকি শুভেন্দুর