Agra Juvenile Home: হাত-পা বেঁধে নাবালিকাদের মার, সরকারি হোমে নির্যাতনের ভয়ঙ্কর ছবি
এই ঘটনার কয়েকটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। এই ভিডিয়ো সামনে আসার পর হোমের মধ্যে আবাসিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রার একটি হোমে।
আগ্রা: নাবালিকাদের মারধর ও তাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠল সরকারি হোমে। যে সরকারি অফিসারের দায়িত্ব নাবালিকাদের আগলে রাখা, তাদের রক্ষা করা, তিনিই বেধড়ক মারছেন বাচ্চা মেয়েদের। এই ঘটনার কয়েকটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। এই ভিডিয়ো সামনে আসার পর হোমের মধ্যে আবাসিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রার একটি হোমে। এই ঘটনার ভিডিয়ো সামনে আসার পরই ওই হোমের সুপারিন্টেন্ডেন্ট পুনম পালকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। অভিযুক্ত সুপারিন্টেন্ডেন্ট উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হোমেও এই ধরনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আগ্রার ওই হোমের বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সোমবার ও মঙ্গলবার। প্রথম ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ঘরে বেশ কয়েকটি খাট রয়েছে। সেখানে ৬-৭ জন নাবালিকা শুয়ে রয়েছে। বিশ্রাম নিচ্ছে। সে সময়ই সুপারিন্টেন্ডেন্ট পুনম পাল ঢুকলেন সেই ঘরে। ঢুকেই এক নাবালিকাকে এলোপাথারি মারতে শুরু করলেন তিনি। এর পর অপর এক নাবালিকাকেও চড় মারলেন তিনি। ওই হোমের দ্বিতীয় ভিডিয়োটি আরও ভয়ঙ্কর। সেখানে এক নাবালিকাকে দেখা যাচ্ছে, যার বয়স সাত বছর মতো। খাটের সঙ্গে তার হাত-পা বাঁধা রয়েছে। তাকে মারছেন পুনম। দড়ির বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা ওই নাবালিকা করছে। কিন্ত পারছে না।
In #Agra‘s govt run children shelterhome (Pachkuiyaan), Poonam Lal, the center superintendent was caught slapping a girl with slippers. Earlier she was booked for abetment to suicide in #Prayagraj district in 2021 after a 15-yr-old girl allegedly killed her self in shelter home pic.twitter.com/JE5V56jR7l
— Arvind Chauhan 💮🛡️ (@Arv_Ind_Chauhan) September 12, 2023
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। পুনম-সহ ঘটনায় জড়িত হোমের অন্যান্য কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। ঘটনা নিয়ে আগ্রা ডিভিশনের কমিশনার রিতু মহেশ্বরী বলেছেন, “হোমের সুপারিন্টেন্ডেন্ট পুনম পাল এবং জড়িত অন্য সদস্যদের সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এফআইআর-ও দায়ের করা হয়েছে।” এই ঘটনার পর আগ্রার অতিরিক্ত জেলা বিচারক ওই হোম পরিদর্শন করেছেন। সেখানকার একটি ঘর থেকে বিড়ি, গুটখা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। বিচারক জানিয়েছেন, ওই হোমে আবাসিকদের যে খাবার দেওয়া হয় তাও যথাযথ নয়।