AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Tensions: চোখের সামনে দেখছে ‘অন্ধকার’, ভারতের প্রত্যাঘাতে কয়েক বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান

India Pakistan Tensions: ভারতের হামলায় পাকিস্তান যে পক্ষাঘাতগ্রস্থ হয়ে গিয়েছে, এমনটাই বলছে প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগে কর্মরত উচ্চপদস্থ কর্মীরা। এই পাল্টা হামলায় প্রথমেই পাকিস্তানের বায়ুসেনাকে 'অন্ধ' করে দেয় ভারত।

India Pakistan Tensions: চোখের সামনে দেখছে 'অন্ধকার', ভারতের প্রত্যাঘাতে কয়েক বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: May 29, 2025 | 5:42 PM
Share

নয়াদিল্লি: ভারতের কাছে ‘মার খেয়ে’ পাঁচ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান। এমনটাই বলছে, সেনা ও গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ কর্মীরা। সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, তারা গোপন সূত্রে খবর পেয়েছে, ভারতের প্রত্যাঘাতে নাকি পাকিস্তানের বায়ুসেনা একেবারে বেহাল হয়ে গিয়েছে।

৭ই মে পহেলগাঁও হামলার বদলা হিসাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত চালায় ভারতীয় সেনা। সেই হামলায় নিহত হয় শতাধিক সন্ত্রাসবাদী। গুঁড়িয়ে দেওয়া হয় মোট ৯টি জঙ্গি ঘাঁটি। কিন্তু জঙ্গি হারিয়ে যেন ‘সম্মানহানি’ হয় পাকিস্তানের। তার ঠিক এক রাত পরেই ভারতে হামলা চালায় তারা। চড়ে সংঘর্ষের পারদ।

সেনা জানিয়েছিল, মোট ৩০০ থেকে ৪০০টি ড্রোন নিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চল ও সেনা ছাউনিগুলিতে হামলার ‘ব্যর্থ চেষ্টা’ চালায় পাকিস্তান। এরপরই পাল্টা হামলা ভারতের। একের পর বায়ুসেনা ঘাঁটি ও ছাউনি প্রায় শেষ করে দেয় ভারতীয় সেনা। এই হামলায় পাকিস্তানের সরগোধা, রহিমার খান, করাচি ও চাকলালা বায়ুসেনা ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়।

এএনআই-সূত্রে জানা গিয়েছে, ভারতের হামলায় পাকিস্তান যে পক্ষাঘাতগ্রস্থ হয়ে গিয়েছে, এমনটাই বলছে প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগে কর্মরত উচ্চপদস্থ কর্মীরা। এই পাল্টা হামলায় প্রথমেই পাকিস্তানের বায়ুসেনাকে ‘অন্ধ’ করে দেয় ভারত। শেষ করে দেওয়া হয়, তাদের ব়্যাডার সিস্টেম। যার জেরে ভারতের প্রত্যাঘাতকে প্রতিহত করতে ব্যর্থ হয় তারা। কানাঘুষো এমনও শোনা যাচ্ছে, ক্ষতির পরিমাণ এতটাই যে পাকিস্তানের বায়ুসেনা পাঁচ বছর পিছিয়ে গিয়েছে।