PM Narendra Modi: আগে কেউ পারেননি, ভারত-আফ্রিকাকে এক সুতোয় বাঁধছেন প্রধানমন্ত্রী মোদী

India-Africa Tie under PM Modi's Leadership: গত সপ্তাহেই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়া সফরে গিয়েছেন। এই প্রথম তিনি ইথিওপিয়া সফরে গেলেন। চলতি বছরে এটা তাঁর তৃতীয় আফ্রিকা সফর। ইথিওপিয়া থেকে তিনি যাবেন জর্ডানে। সেখান থেকে ওমান সফরে যাবেন। 

PM Narendra Modi: আগে কেউ পারেননি, ভারত-আফ্রিকাকে এক সুতোয় বাঁধছেন প্রধানমন্ত্রী মোদী
ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

|

Dec 17, 2025 | 12:28 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)-র জমানায় মজবুত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক। এর মধ্যে ভারত-আফ্রিকার সম্পর্কও (India-Africa Relation) অন্যতম। বিগত কয়েক বছরে ভারত ও আফ্রিকার সম্পর্ক অনেক পরিবর্তিত হয়েছে, আরও মজবুত হয়েছে সম্পর্ক। বলা ভাল, বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত-আফ্রিকা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, তৈরি হয়েছে এক বিশেষ অংশীদারিত্বের সম্পর্ক।

গত সপ্তাহেই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়া সফরে গিয়েছেন। এই প্রথম তিনি ইথিওপিয়া সফরে গেলেন। চলতি বছরে এটা তাঁর তৃতীয় আফ্রিকা সফর। ইথিওপিয়া থেকে তিনি যাবেন জর্ডানে। সেখান থেকে ওমান সফরে যাবেন।

ইথিওপিয়ার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্রিকসের যেভাবে গুরুত্ব বাড়ছে এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে আফ্রিকার গুরুত্ব বাড়ছে, সেই বিচারে প্রধানমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক বহুদিনের। তবে বিগত ১৫ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী ইথিওপিয়া সফরে যাননি। প্রধানমন্ত্রী মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি এত বছরে প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন।

বিগত ১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করেছে। এতে দুই দেশের কূটনৈতিক ও উন্নয়নের অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে নাইজেরিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। চলতি বছরের মার্চ মাসে মরিশাসে তিনি যান। জুলাই মাসে যান নামিবিয়া ও ঘানা সফরে। গত নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। এবার, ডিসেম্বর মাসে ইথিওপিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদী।