Rahul Gandhi: সংসদে ঝুলেছিল ‘নো এন্ট্রি’র বোর্ড, সেখানেই এবার কীভাবে ‘এন্ট্রি’ নেবেন রাহুল?
Defamation Case: শুক্রবার, ৪ অগস্ট সুপ্রিম কোর্ট সুরাট আদালতের ওই সাজার রায়ে স্থগিতাদেশ দিতেই রাহুলের জন্য ফের একবার সংসদের দরজা খুলে গিয়েছে। গতকালই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
নয়া দিল্লি: সুপ্রিম স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবি (Modi Surname Controversy) নিয়ে বিতর্কিত মন্তব্য করে যে মানহানি মামলায় (Criminal Defamation Case) দোষী সাব্যস্ত হয়েছিলেন কংগ্রেস নেতা, তাতে আপাতত তাঁকে কারাবাস করতে হবে না। সুরাট আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর এরপরই রাহুলের সাংসদ পদ ফেরাতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস। জল্পনা, চলতি বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই রাহুলকে সংসদে আনার পরিকল্পনা করছে কংগ্রেস। তার জন্য পদক্ষেপও গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু প্রশ্নটা হল, রাহুল গান্ধী এই সাংসদ পদ ফিরে পাবেন কী করে?
‘সব চোরের পদবিই কেন মোদী হয়?‘- ২০১৯ সালে এই বিতর্কিত মন্তব্য করেই মানহানির মামলায় ফেঁসেছিলেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পূর্ণেশ মোদী। চলতি বছরের মার্চ মাসে সুরাট আদালত ওই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। আদালতের রায়ের পরদিনই জনপ্রতিনিধি আইন মেনে রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।
স্পিকারের কাছে আর্জি-
তবে শুক্রবার, ৪ অগস্ট সুপ্রিম কোর্ট সুরাট আদালতের ওই সাজার রায়ে স্থগিতাদেশ দিতেই রাহুলের জন্য ফের একবার সংসদের দরজা খুলে গিয়েছে। গতকালই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি অবিলম্বে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানান। সূত্রের খবর, লোকসভার স্পিকার রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের রায়ের একটি কপি জমা দিতে বলেছেন। ওই রায়পত্র জমা দেওয়ার পরই তিনি আবেদন বিবেচনা করবেন।
কীভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরবে?
রাহুল গান্ধী রায়ের কপি জমা দিলে, লোকসভার সেক্রেটারিয়েট শীর্ষ আদালতের সেই রায় খুটিয়ে পড়বে। এরপরে সংসদের তরফে একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করে রাহুলের সংসদ পদ ফেরানো হবে। তবে এই গোটা প্রক্রিয়া শেষ করার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে চলতি বাদল অধিবেশনের মধ্যেই সাংসদ পদ ফিরে পাবেন কি না রাহুল, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। আর সাংসদ পদ ফিরে পেলেই নির্বাচনে লড়ার ক্ষেত্রেও কোনও বাধা থাকবে না।
মানহানি মামলার কী হবে?
জেলযাত্রা থেকে আপাতত স্বস্তি মিললেও, আইনি সমস্যা থেকে এখনও মুক্ত নন রাহুল গান্ধী। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে কেবল তাঁর কারাবাসের সাজা স্থগিত হয়েছে। মানহানির মামলা এখনও সুরাটের সেশন কোর্টে চলছে, যেখানে রাহুল গান্ধী তাঁর সাজার রায় বাতিল করার জন্য আর্জি জানিয়েছিলেন। যতদিন অবধি ওই সেশন কোর্ট রাহুলের আবেদনের ভিত্তিতে নতুন রায় দিচ্ছে না, ততদিন অবধি সুপ্রিম কোর্টের রায়ই রক্ষাকবচ রাহুলের।