Bus Fire: বীভৎস! চাকার নীচে আটকে বাইক, দাউদাউ করে জ্বলল ভলভো বাস, পুড়ে মৃত্যু ১৯ যাত্রীর
Andhra Pradesh Accident: প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই সময়ে তুমুল বৃষ্টি হচ্ছিল। দেখতেও সমস্যা হচ্ছিল। হয়তো ওই কারণেই বাসটি বাইকে ধাক্কা মারে, তারপরই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। বাসের সামনের অংশে আগুন জ্বলতে থাকে, যে কারণে দরজা দিয়ে যাত্রীরা বের হতে পারেননি।

অমরাবতী: ভয়াবহ দুর্ঘটনা। ভলভো বাসে লেগে গেল আগুন। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জন যাত্রীর। আরও অনেকে আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে অন্ধ্র প্রদেশের কুর্নুলে। বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বাসটি। আজ, শুক্রবার ভোর তিনটে নাগাদ বাসটি রাস্তায় সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে। বাইকটি বাসের নীচে আটকে যায়। সম্ভবত সেখান থেকেই আগুন লেগে যায়। নিমেষে গোটা বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। এসি বাস হওয়ায়, যাত্রীরা বেরতেও পারছিল না। যে কয়েকজন জানালা ভাঙতে পেরেছিলেন, তারা কোনওমতে প্রাণে বাঁচেন।
A major tragedy occurred early this morning on the Bengaluru–Hyderabad National Highway (NH-44) in Kurnool district.
A Volvo bus belonging to Kaleshwaram Travels caught fire and was completely gutted, turning into ashes within minutes. The bus was traveling from Bengaluru to… pic.twitter.com/H1EP29YbRw
— Ashish (@KP_Aashish) October 24, 2025
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই সময়ে তুমুল বৃষ্টি হচ্ছিল। দেখতেও সমস্যা হচ্ছিল। হয়তো ওই কারণেই বাসটি বাইকে ধাক্কা মারে, তারপরই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। বাসের সামনের অংশে আগুন জ্বলতে থাকে, যে কারণে দরজা দিয়ে যাত্রীরা বের হতে পারেননি।
পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বিক্রান্ত পাটিল জানিয়েছেন, দুইজন চালক ও ৪০ জন যাত্রী ছিলেন বাসে। ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামেের কাছে বাসে আগুন লাগার ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। সরকার আহতদের সবরকমের সাহায্য করবে।”
অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি-র সভাপতি জগন্মোহন রেড্ডিও শোক প্রকাশ করেছেন। সরকারের কাছে তিনি নিহত ও আহতদের আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
