Prachand Light Combat chopper: চিন ও পাকিস্তান সীমান্তে মোতায়েনের জন্য ১৫৬টি ‘প্রচণ্ড’ হেলিকপ্টার কিনতে চলেছে সেনা

এই হেলিকপ্টার কেনার বিষয়ে সেনার এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “১৫৬টি প্রচণ্ড হেলিকপ্টার কেনার জন্য ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা। খুব শীঘ্রই এই আবেদন মঞ্জুর করা হবে।” ১৫৬টি হেলিকপ্টারের মধ্যে ৬৬টি থাকবে বায়ুসেনার অধীনে। এবং বাকি ৯০টি থাকবে সেনার দখলে।

Prachand Light Combat chopper: চিন ও পাকিস্তান সীমান্তে মোতায়েনের জন্য ১৫৬টি 'প্রচণ্ড' হেলিকপ্টার কিনতে চলেছে সেনা
প্রচন্ড হেলিকপ্টারImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 8:36 PM

নয়াদিল্লি: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের থেকে ১৫৬টি হেলিকপ্টার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। ১৫৬টি প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টার কিনবে বায়ুসেনা। চিন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েনের জন্য এই সব হেলিকপ্টার কেনা হবে বলে জানা গিয়েছে। এই হেলিকপ্টারগুলি খারাপ আবহাওয়া এবং দুর্গম এলাকাতেও কাজ করতে সক্ষম। ইতিমধ্যেই এই ধরনের ১৫টি হেলিকপ্টার রয়েছে বায়ু সেনার হাতে।

এই হেলিকপ্টার কেনার বিষয়ে সেনার এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “১৫৬টি প্রচণ্ড হেলিকপ্টার কেনার জন্য ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা। খুব শীঘ্রই এই আবেদন মঞ্জুর করা হবে।” ১৫৬টি হেলিকপ্টারের মধ্যে ৬৬টি থাকবে বায়ুসেনার অধীনে। এবং বাকি ৯০টি থাকবে সেনার দখলে।

ভারতীয় সেনার জন্যই এই অ্যাটার হেলিকপ্টার বানিয়েছে হ্যাল। হাই অল্টিটিউডে দুর্গম এলাকায় কাজ চালিয়ে যেতে সক্ষম এই অ্যাটাক কপ্টার। এটিই বিশ্বের একমাত্র হেলিকপ্টার যা ৫ হাজার মিটার উচ্চতায় ল্যান্ডিং এবং টেক অফ করতে সক্ষম। মূলক পূর্ব লাদাখ এবং সিয়াচেন হিমবাহ এলাকায় মোতায়েন করা হয়েছে এই ধরনের হেলিকপ্টার।

এই অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে মাটিতে গুলি করা এবং এয়ার টু এয়ার মিসাইল ছুড়তে সক্ষম। এমনকি শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার ক্ষমতা রাখে প্রচণ্ড হেলিকপ্টার।