Kandahar Plane Hijack: কান্দাহার বিমান অপহরণকারীর পাকিস্তানে রহস্যমৃত্যু, খবর প্রচারে নিষেধাজ্ঞা
Kandahar Plane Hijack: পাকিস্তানের প্রথমসারির সংবাদমাধ্যম জিও টিভি করাচিতে এক 'ব্যবসায়ী'-র মৃত্যু কথা ঘোষণা করেছেন। কিন্তু ওই সংবাদমাধ্যমের তরফে আর কোনও তথ্য প্রকাশিত হয়নি।
আ দি ত্য রা জ ক ল
১৯৯৯ সালে যে পাঁচ জঙ্গি আইসি-৮১৪ বিমান হাইজ্যাক করেছিল, তাদের অন্যতম জ়াহুর মিস্ত্রি ওরফে জাহিদ আকুন্দকে পাকিস্তানের করাচি শহরে মার্চ মাসের ১ তারিখ হত্যা করা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দাসূত্র এমনটাই জানিয়েছে। ওই কুখ্যাত জঙ্গি জ়াহুর মিস্ত্রি নতুন নাম ভাঁড়িয়ে বিগত বেশ কিছু বছর ধরে পাকিস্তানে থাকছিলেন। করাচির আখতার কলোনির এক আসবাব পত্রের দোকানের মালিক ছিলেন জ়াহুর। গোয়েন্দাসূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা রাউফ আসগর, মিস্ত্রির শেষকৃত্যে উপস্থিত ছিলেন। আসগর জইশ প্রধান মাসুদ আজহারের ভাই।
পাকিস্তানের প্রথমসারির সংবাদমাধ্যম জিও টিভি করাচিতে এক ‘ব্যবসায়ী’-র মৃত্যু কথা ঘোষণা করেছেন। কিন্তু ওই সংবাদমাধ্যমের তরফে আর কোনও তথ্য প্রকাশিত হয়নি। এমনকী ওই ব্যক্তির নাম অথবা তিনি কোনও অপরাধের সঙ্গে যুক্ত আছেন কী না, সেই বিষয়ে কোনও কিছু খোলসা করা হয়নি। তবে জিওটিভি খুনের সময়ের একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছে, এবং তারা জানিয়েছে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সশস্ত্র অবস্থায় মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী আখতার কলোনি এলাকায় ঘোরাফেরা করছিলেন। ওই দুজন আবসাবপত্রের গোডাউন সহ গোটা এলাকা আগেই রেইকি করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংবাদমাধ্যমের এক কর্মী জানিয়েছেন, “আমাদের কাছে ব্যবসায়ী খুন নিয়ে নির্দিষ্ট তথ্য থাকলেও কোনও এক অদ্ভূত কারণে আমাদের প্রতিবেদন পেশ করতে নিষেধ করা হয়েছে।”
ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমানটি ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর নেপাল থেকে হাইজ্যাক করা হয়েছিল। পাঁচজন জঙ্গি এই অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন। অমৃতসর, লাহোর, দুবাই হয়ে তালিবান অধ্যুষিত কান্দাহার বিমানবন্দরে বিমানটি অবতরণ করান হয়েছিল। সেই বিমানের সকল যাত্রীকে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে পণবন্দি করা হয়েছিল। জঙ্গিদের চাপের মুখে কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার, আহমেদ ওমার সইদ শেখ এনং মুস্তাক আহমেদ জ়ার্গরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল নয়া দিল্লি। কয়েকজন সাধারণ বিমানযাত্রীকে হত্যা করা হয়েছিল। তবে শেষমেশ ওই বিমান থেকে বিমানকর্মী সহ ১৭০ জনকে উদ্ধার করা হয়েছিল।