ICC World Cup 2023: এখনও বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের টিকিট, দাম মাত্র ১,৮৭,০০০ টাকা
ICC World Cup Final: আইসিসি বিশ্বকাপের ফাইনালে একদিকে যেমন রয়েছে পাঁচবারের জয়ী অস্ট্রেলিয়া, অন্যদিকে রয়েছে অপ্রতিরোধ্য ভারত। এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন 'মেন ইন ব্লু'-রা। টানা ১০টি ম্যাচেই জয়ী ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামির উপরে বাজি ধরেছেন সকলে।
আহমেদাবাদ: ক্রিকেটজ্বরে কাঁপছে ভারত তথা গোটা বিশ্ব। আগামী রবিবার, ১৯ নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসছে বিশ্বকাপের ফাইনালের (ICC World Cup Final) আসর। ২০০৩ সালের পর, ২০ বছরের ব্যবধানে ফের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India VS Australia)। বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য মুখিয়ে বসে রয়েছেন ভারতবাসী। ফাইনালে ভারত ওঠার আগেই বুক হয়ে গিয়েছিল সমস্ত টিকিট। ভারত ফাইনালে উঠতেই শুরু হয়ে গিয়েছে টিকিটের কালোবাজারি। সেখানে লক্ষাধিক টাকায় বিক্রি হচ্ছে টিকিট। কালোবাজারি ছাড়ুন, টিকিট রি-সেলিং ওয়েবসাইটেও প্রায় ২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের টিকিট।
আইসিসি বিশ্বকাপের ফাইনালে একদিকে যেমন রয়েছে পাঁচবারের জয়ী অস্ট্রেলিয়া, অন্যদিকে রয়েছে অপ্রতিরোধ্য ভারত। এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ‘মেন ইন ব্লু’-রা। টানা ১০টি ম্যাচেই জয়ী ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামির উপরে বাজি ধরেছেন সকলে।
১ লক্ষ ৩০ হাজার দর্শকাসনের নরেন্দ্র মোদী স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। টিকিট নিয়ে কালোবাজারি তো চলছেই, পাশাপাশি বিশ্বকাপের টিকিট রি-সেলিং সাইটেও লক্ষাধিক টাকায় বিক্রি হচ্ছে টিকিট। ভায়াগোগো ডট কম নামক ওয়েবসাইটে এখনও বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে। স্টেডিয়ামের টায়ার ৪-এ টিকিটের দাম ১ লক্ষ ৮৭ হাজার ৪০৭ টাকা। লাগোয়া টায়ারেই আবার টিকিটের দাম ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ টাকা। ওই ওয়েবসাইটে আপাতত সবথেকে কম দামি টিকিট হল ৩২ হাজার টাকা। তবে সেই টিকিট কতক্ষণ থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।