IED Found: বড় নাশকতা থেকে রক্ষা, রাস্তার পাশ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক
Jammu & Kashmir: বড় নাশকতার হাত থেকে রক্ষা পেল ভূ-স্বর্গ। রাস্তার পাশ থেকে উদ্ধার হল ২ কেজি আইইডি বিস্ফোরক। পুলিশ ও সেনার যৌথ বাহিনী টহলদারি চালানোর সময়ই ওই আইইডি বিস্ফোরকের হদিশ পায়। বরাতজোরে বিস্ফোরণের আগেই সেটা নিষ্ক্রিয় করা গিয়েছে। নাশকতার উদ্দেশ্যেই জঙ্গিরা এই বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক রাস্তার পাশে রেখেছিল বলে পুলিশের দাবি।
শ্রীনগর: বড় নাশকতার হাত থেকে রক্ষা পেল ভূ-স্বর্গ (Jammu & Kashmir)। রাস্তার পাশ থেকে উদ্ধার হল ২ কেজি IED বিস্ফোরক। পুলিশ ও সেনার যৌথ বাহিনী টহলদারি চালানোর সময়ই ওই আইইডি বিস্ফোরকের হদিশ পায়। বরাতজোরে বিস্ফোরণের আগেই সেটা নিষ্ক্রিয় করা গিয়েছে। নাশকতার উদ্দেশ্যেই জঙ্গিরা এই বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলায় রাস্তার পাশে রেখে দিয়েছিল বলে পুলিশের দাবি। সোমবার রাতে এই বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে সোমবার সন্ধ্যায় কিস্তোয়ার জেলার কিস্তোয়ার-বাতোত রুটে রুটিনমাফিক টহলদারি চালায়। সেই সময়ই রাস্তার পাশ থেকে প্রায় ২ কেজি আইইডি বিস্ফোরকের হদিশ পায় সেনা-পুলিশ। তারপর খবর পেয়ে বোম্ব স্কোয়াড বাহিনী ঘটনাস্থলে যায় এবং বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ কিস্তোয়ার-বাতোত রুটে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে, কে বা কারা, কেন কিস্তোয়ার-বাতোতের মতো গুরুত্বপূর্ণ রুটে আইইডি বিস্ফোরক রেখেছিল, তা স্পষ্ট নয়। তবে নাশকতার উদ্দেশ্যে জঙ্গিরা এই বিস্ফোরক রেখেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এরপরই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত কোনও জঙ্গির হদিশ মেলেনি। তবে এই ঘটনায় এফআআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেও জম্ম ও কাশ্মীরে রাজৌরি জেলায় জম্মু-পুঞ্চ জাতীয় সড়কের ধার থেকে আইইডি উদ্ধার হয়। একটি টিফিন বাক্সের ভিতর বিস্ফোরকগুলি রাখা ছিল।