গুয়াহাটি: একাধিক কর্মসূচিতে ঠাসা সারাদিন। খড়গপুরে নির্বাচনী প্রচার সেরেই উড়ে গেলেন প্রতিবেশী রাজ্যে। সেখানে গিয়ে বিরোধী দলকে একের পর এক প্রশ্নবাণে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অসমের ছাবুয়ায় একটি জনসভায় গিয়ে চা শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বললেন, “একজন চা বিক্রেতা আপনাদের কষ্ট বুঝবে না তো কে বুঝবে বলুন”।
বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার পশ্চিমবঙ্গ ও অসম সফর নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, “নির্বাচনের আগে যতদিন সম্ভব, প্রচার চালাব”। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। কয়েক সপ্তাহের ব্যবধানেই ফের অসমে হাজির হলেন প্রধানমন্ত্রী। এ দিন রাজ্যে খড়গপুরে বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার চালান তিনি। এরপরই দুপুর চারটে নাগাদ অসমের ছাবুয়ার জনসভায় পৌঁছন তিনি।
নির্বাচনের দিন এগিয়ে আসতেই জনসভায় উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি বিরোধীদের আক্রমণ করতেও ছাড়েননি তিনি। অসমের চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কংগ্রেস প্রায় ৫০ থেকে ৫৫ বছর ধরে দেশের শাসনভার সামলেছিলেন। সেই সময় ভারতীয় চায়ের নামে যাঁরা কুৎসা রটিয়েছিল, তাঁদেরই সমর্থন জানিয়েছিলেন। আপনারা এই দলকে ক্ষমা করতে পারবেন? তাঁদের কি শাস্তি পাওয়া উচিত নয়?”
আরও পড়ুন: ফের উদ্বেগ বাড়াচ্ছে মার্চের শেষ প্রহর! আবারও বাড়বাড়ন্ত করোনার
টুলকিট প্রসঙ্গ টেনে তিনি জানান, অসমের চায়ের বদনাম করতে একটি টুলকিটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। যাঁরা এই টুলকিট তৈরি করেছেন, তাঁদেরই সমর্থন করে কংগ্রেস। এরপরও তাঁরা অসমবাসীর কাছে ভোট চাইছেন। এদের কি কখনও ক্ষমা করা যায়?
A toolkit has been circulated that will defame Assam’s tea. Congress party supports these toolkit makers & then has the audacity to ask for votes in Assam. Can we forgive them?: Prime Minister Narendra Modi in Chabua#AssamAssemblyPolls pic.twitter.com/lfFHvHKlAt
— ANI (@ANI) March 20, 2021
চা শ্রমিকদের জীবনযাত্রায় পরিবর্তন আনা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই নিজের অতীত জীবনের প্রসঙ্গ টেনে আনেন তিনি। আবেগঘন স্বরে বলেন, “একজন চা-ওয়ালা আপনাদের কষ্ট বুঝবে না তো কে বুঝবে? আমি আপনাদের আশ্বস্ত করছি যে এনডিএ সরকার চা শ্রমিকদের জীবনয়াত্রার মানোন্নয়নে যথা সম্ভব কাজ করবে।”
#WATCH: “..Ek chaiwala, aapke dard ko nahi samjhega toh kaun samjhega.. I assure you that NDA govt will accelerate the efforts to further improve the quality of life for tea garden workers,” says Prime Minister Narendra Modi in Chabua#AssamAssemblyPolls pic.twitter.com/qWExloyBMW
— ANI (@ANI) March 20, 2021
বিগত বছরের উন্নয়নের খতিয়ান দিতেও ভোলেননি প্রধানমন্ত্রী। অসমে কংগ্রেস ও তাঁদের জোটসঙ্গীরা ক্ষমতায় এলে কেবল লুঠতরাজ চলবে বলেও জানান তিনি। নিজেদের সরকারের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “বিগত পাঁচ বছরেই অসমে উন্নয়নের জন্য একটি শক্ত ভিত তৈরি করেছে এনডিএ সরকার। কংগ্রেস ও তাঁদের জোটসঙ্গীরা এই উন্নয়ন ভাঙিয়েই রাজত্ব চালাতে চায়। এভাবেই তাঁরা অসমে লুঠ চালাবে। সুতরাং আপনাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কংগ্রেস নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনাদের যেকোনও পরিস্থিতিতে পেলতে পারে, এ কথা কখনও ভুলবেন না। কংগ্রেস জামানায় যে উন্নয়ন থমকে ছিল, সেই কাজে বিজেপি সরকারই গতি এনেছে।”
NDA govt has built solid foundation for Assam’s development in the last 5 years. Congress and its allies want to cash in on this & loot Assam. Hence, you must be cautious & remember that Congress would put anyone at stake for their benefit: PM Modi in Chabua#AssamAssemblyPolls pic.twitter.com/K3hzh9lD9d
— ANI (@ANI) March 20, 2021
আরও পড়ুন: দাড়ি কাটার ব্লেড দিয়ে পেট কাটল ‘হাতুড়ে ডাক্তার’, অতিরিক্ত রক্তপাতে মৃত্যু মা ও শিশুর