Corona Cases and Lockdown News: নাগপুরে বাড়ল লকডাউনের মেয়াদ, মার্চের শেষে ফের করোনার কামড়

| Edited By: | Updated on: Mar 21, 2021 | 12:00 AM

রাজ্যে সংক্রমণের (COVID) পরিস্থিতি এখনই উদ্বেগজনক না হলেও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরে বের হলে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার আবশ্যক বলছেন তাঁরা।

Corona Cases and Lockdown News: নাগপুরে বাড়ল লকডাউনের মেয়াদ, মার্চের শেষে ফের করোনার কামড়
প্রতীকী চিত্র।

আবারও চোখ রাঙানি শুরু করোনার (COVID-19)। দেশজুড়ে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা। বাদ নেই পশ্চিমবঙ্গও। এ রাজ্যে শুক্রবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৭ জন। নতুন করে মৃত্যু হয় একজনের। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৭৯,৮২৬ জন। মৃত্যু হয়েছে ১০,৩০১ জনের। দেশের নিরিখে গত২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের। অন্য দিকে রাজধানীতেও বাড়বাড়ন্ত করোনার। দিল্লিতে এ বছর প্রথম একদিনে ৮০০ জন করোনা আক্রান্ত হয়েছেন শনিবার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Mar 2021 08:35 PM (IST)

    করোনা পরীক্ষায় নতুন নিয়ম মহারাষ্ট্রে

    করোনা সংক্রমণ রুখতে নতুন নিয়ম চালু করছে মহারাষ্ট্র। পুরসভার নির্দেশিকায় বলা হয়েছে, শপিং মল কিংবা রেল স্টেশনের মতো জায়গায় টেস্ট করা হবে। এমনকি তার জন্য সাধারণের কোনও অনুমতিও নেওয়া হবে না। করা হবে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এমনকি টেস্ট করাতে রাজি না হলে তা অপরাধ বলে গণ্য করা হবে।

  • 20 Mar 2021 06:59 PM (IST)

    সংক্রমণে রেকর্ড গড়ল কলকাতা

    রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ২ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৮০ হাজার ২০৯। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪৬৩।

    রাজ্যে একদিনে আক্রান্ত ৩৮৩ জনের মধ্যে ১২৫ জনই কলকাতার বাসিন্দা। সংক্রমণ বেড়েছে উত্তর ২৪ পরগণাতেও। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন  ৯৯ জন।

  • 20 Mar 2021 05:35 PM (IST)

    নাগপুরে বাড়ল লকডাউনের মেয়াদ

    করোনা সংক্রমণ বাগে আনতে গত ১৫ মার্চ থেকে ২১ মার্চ অবধি সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে। তবে আক্রান্তের সংখ্যা না কমায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ অবধি করল প্রশাসন। মন্ত্রী নিতিন রাওয়াত বলেন, “আগামী ৩১ মার্চ অবধি সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। সবজি ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দোকান দুপুর চারটে অবধি খোলা রাখা যাবে। রেস্তরাঁগুলি সন্ধে সাতটা অবধি খোলা রাখা যাবে, তবে অনলাইন ডেলিভারি রাত ১১টা অবধি চলবে।”

  • 20 Mar 2021 05:16 PM (IST)

    রাজধানীতে করোনার চোখরাঙানি

    দিল্লিতে স্রেফ একদিনে শনিবার করোনা আক্রান্ত হয়েছেন ৮০০ জনের বেশি। যা এই বছর দৈনিক করোনা আক্রান্তর নিরিখে রাজধানীতে সর্বোচ্চ।

  • 20 Mar 2021 04:29 PM (IST)

    করোনা আক্রান্ত ইমরান খান

    টিকা নেওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই করোনা আক্রান্ত হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৮ মার্চ করোনা টিকা নিয়েছিলেন ইমরান খান। ঠিক দু’দিনের মাথায় সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান জানান, কোভিড পজিটিভ ইমরান। ফয়জলের ওই টুইটটি পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের তরফেও রিটুইট করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: টিকা নিয়েই করোনা আক্রান্ত হলেন ইমরান খান

  • 20 Mar 2021 11:40 AM (IST)

    মধ্য প্রদেশের একাধিক শহরে লকডাউন

    করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মধ্য প্রদেশের তিনটি শহরে লকডাউন জারি করল রাজ্য সরকার। শনিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা অবধি ভোপাল, ইন্দোর ও জবলপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও আগামী ৩১ মার্চ অবধি রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

  • 20 Mar 2021 11:33 AM (IST)

    ৪১ হাজার ছুঁইছুঁই দৈনিক আক্রান্তের সংখ্যা

    ক্রমাগত বেড়েই চলেছে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন।একদিনেই ১৮৮ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের কারণে। সংক্রমণ বৃদ্ধি পেতেই একাধিক রাজ্যের তরফে কেবল স্বাস্থ্যকর্মী বা বয়স্ক নয়, সকলকেই টিকা দেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুক্রবার রাজ্যসভায় এই দাবির জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানান, করোনা ভাইরাসের চরিত্র বা সংক্রমণের গতিপথ অনুযায়ী সকল দেশবাসীকে  করোনা টিকা দেওয়ার প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের দেহে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তবেই ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব।

  • 20 Mar 2021 09:06 AM (IST)

    প্রত্যেক রাজ্য কোভিড বিধি মেনে চলুক: কেন্দ্র

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সবরকম কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। মাস্ক পরা, বারবার হাত স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব মেনে চলা অত্যাবশ্যক প্রতিটি নাগরিকের জন্য। ভাল্লার দাবি, মানুষ স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে ঢিলে দেওয়াতেই ফের মাথা চাড়া দিচ্ছে কোভিড-১৯।

  • 20 Mar 2021 09:01 AM (IST)

    মালদহে করোনা আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

    করোনা আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু মালদহে। মৃতের পরিবারের পাঁচজন কোভিড-১৯ পজিটিভ। জেলার করোনা পরিস্থিতি সঙ্কটজনক। পরীক্ষা করানো হচ্ছে না বলে অভিযোগ উঠছে মালদহ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে।

Published On - Mar 20,2021 8:35 PM

Follow Us: