AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ‘মানিয়ে গুছিয়ে নেননি কেন?’ রাহুলের কড়া প্রশ্নে মুখে কুলুপ কংগ্রেস নেতাদের

Congress Working Committee Meeting: সম্প্রতিই হয়ে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে, বিশেষ করে মধ্য প্রদেশের ভরাডুবির উদাহরণ তুলে ধরে রাহুল ভুল-ত্রুটিগুলি শুধরে নেওয়ার পরামর্শ দেন। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ প্রদেশ কংগ্রেসের নেতাদের কাছে জানতে চান, বিজেপিকে হারাতে কেন তারা ছোট ছোট দলগুলির সঙ্গে সমঝোতা করেননি?    

Rahul Gandhi: 'মানিয়ে গুছিয়ে নেননি কেন?' রাহুলের কড়া প্রশ্নে মুখে কুলুপ কংগ্রেস নেতাদের
রাহুল গান্ধী।Image Credit: PTI
| Updated on: Dec 22, 2023 | 6:36 PM
Share

নয়া দিল্লি: বিজেপিকে হারাতে কেন্দ্রে জোট বেঁধেছে ২৮টি বিরোধী দল। বাম-কংগ্রেস-তৃণমূল সব এক পাত্রে মিলেমিশে গিয়েছে।তবে কেন্দ্রে জোট বাঁধলে কী হবে, রাজ্য নিজেদের মধ্যে বোঝাপড়া করতে নারাজ বিরোধী দলগুলি। একে অপরকে আক্রমণ করার কোনও সুযোগই ছাড়ে না কেউ। তা সে কংগ্রেস-তৃণমূলই হোক, বা সমাজবাদী পার্টি। দলীয় নেতাদের এই আচরণ নিয়েই এবার ধমক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আঞ্চলিক নেতাদের কাছে জানতে চাইলেন, কেন রাজ্যগুলিতে তাঁরা অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করছেন না?

চলতি সপ্তাহের বুধবার ছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। এই বৈঠকের মূল আলোচ্য বিষয়ই ছিল আসন্ন লোকসভা নির্বাচনে কীভাবে বিজেপিকে হারানো যায়। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে রাহুল গান্ধী-প্রত্যেক শীর্ষনেতাই রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলির সঙ্গে লড়াই করার উপরে জোর দেন।

সম্প্রতিই হয়ে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে, বিশেষ করে মধ্য প্রদেশের ভরাডুবির উদাহরণ তুলে ধরে রাহুল ভুল-ত্রুটিগুলি শুধরে নেওয়ার পরামর্শ দেন। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ প্রদেশ কংগ্রেসের নেতাদের কাছে জানতে চান, বিজেপিকে হারাতে কেন তারা ছোট ছোট দলগুলির সঙ্গে সমঝোতা করেননি?

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত না থাকলেও, প্রবীণ নেতা কমল নাথের তুমুল সমালোচনা করেন রাহুল। একাধিক নেতার নাম তুলে ধরে রাহুল তাঁদের বলেন যে একগুঁয়ে মনোভাব ও অন্যদের কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার জন্যই নির্বাচনে এমন ভরাডুবি হয়েছে। রাহুল জানান, রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশে কংগ্রেসের হারের প্রধান কারণ হল, ছোট ছোট দলগুলির যে ভোট পাওয়ার কথা ছিল, তা বিজেপির ঝুলিতে চলে গিয়েছে। যদি কংগ্রেসের আঞ্চলিক নেতারা অন্য বিরোধী দলগুলিকে আক্রমণ না করত, তবে বিজেপি জিততে পারত না। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, তাই বিজেপিকে হারাতে বাকি দলগুলির সঙ্গে কংগ্রেসের মানিয়ে গুছিয়ে নেওয়া উচিত, এ কথা বারংবার মনে করিয়ে দেন ওয়েনাডের সাংসদ।

বৈঠকে রাহুল গান্ধী আরও বলেন যে তাঁর মনে হয়েছে, তিন রাজ্যে কংগ্রেস ঠিকভাবে প্রচার করেনি। রাহুলের প্রশ্নের জবাবে কয়েকজন নেতা যখন বিজেপির সাংগঠনিক শক্তির যুক্তি দেন, জবাবে কংগ্রেস সাংসদ বলেন, তিন রাজ্যেই ২০১৮ সালে জিতেছিল কংগ্রেস। বিজেপি অপ্রতিরোধ্য নয়।