In Depth on Tata Group Clash: রতন টাটা চোখ বুজতেই ভেঙে টুকরো টুকরো TATA সাম্রাজ্য! কী চলছে অন্দরে?
In Depth on Tata Group Clash: কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে যে টাটা গ্রুপের শীর্ষকর্তারা যেন পদক্ষেপ করেন, যদি কোনও ট্রাস্টির জন্য গ্রুপে স্থিতিশীলতা নষ্ট হয়,তাহলে প্রয়োজনে তাঁকে বাদও দিতে পারেন। টাটা গ্রুপের বিশাল আকার, বাজারে তার প্রভাব, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বের কথা মনে করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী।

রতন টাটা। একটা নামই যথেষ্ট। দেশের মানুষের আশা-ভরসা ছিলেন এই ব্যক্তি এবং তার সংস্থা। দেশের অন্যতম বড় প্রতিষ্ঠান টাটা গ্রুপ। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যেমন টিসিএস, তেমনই টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা ক্যাপিটালস, এয়ার ইন্ডিয়া, টাইটান- টাটা গোষ্ঠীর সংস্থা গুনে শেষ করা যাবে না। তবে রতন টাটার সাজানো সুখের সংসারে কি ফাটল ধরল তার অবর্তমানে? টাটা গ্রুপের অন্দরে এমন কিছু ঘটছে, যা নিয়ে এই প্রশ্নই উঠে আসছে। চিন্তায় পড়েছে সরকারও। দেশের অন্যতম বড় শিল্পপতি তথা উদ্যোগপতি ছিলেন রতন টাটা। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। অল্প বয়সে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় ঠাকুমার কাছে বড় হয়েছিলেন রতন টাটা। আমেরিকার কর্নেল...
