India-Afghanistan: এই প্রথম তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলল ভারত, পাকিস্তান এবার ‘টাইট’ হবে?
India-Afghanistan: এই প্রথম ভারতের কোনও মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বললেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তেই কি আরেক পড়শির সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে?

নয়া দিল্লি: এক নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে? ইতিহাস গড়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান প্রশাসনের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন। এই প্রথম ভারতের কোনও মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বললেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তেই কি আরেক পড়শির সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে?
২০২১ সালের ১৫ অগস্ট তালিবান ফের একবার দখল নেয় আফগানিস্তানের। শুরু হয় তালিবান শাসন। এখনও পর্যন্ত ভারত এই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সেখানেই এবার সরাসরি আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। জানা গিয়েছে, ফোনে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্য়ে কথা হয়েছে।
এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “আজ বিকেলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হল। পহেলগাঁও জঙ্গিহানার নিন্দা করার জন্য আমরা কৃতজ্ঞ”।
Good conversation with Acting Afghan Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi this evening.
Deeply appreciate his condemnation of the Pahalgam terrorist attack.
Welcomed his firm rejection of recent attempts to create distrust between India and Afghanistan through false and…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 15, 2025
জয়শঙ্কর জানিয়েছেন, দুই দেশের বন্ধুত্ব ও উন্নয়নে একে অপরকে সমর্থন নিয়েই কথা হয়েছে তাদের মধ্যে। একইসঙ্গে জঙ্গি হানার দায় যেভাবে আফগানিস্তানের ঘাড়ে ঠেলতে চেয়েছিল পাকিস্তান, তারও নিন্দা করেছেন তিনি।
তালিবানের জনসংযোগ আধিকারিক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আরও আফগান নাগরিকদের যেন ভিসা দেওয়া হয়, বিশেষ করে যারা চিকিৎসা করাতে ভারতে আসতে চান। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়।





