AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেওয়ার চেষ্টা সঙ্গীকেই, দুই দাঁতালের মল্লযুদ্ধে কেঁপে উঠল দেবতার স্থান

Elephant Fight: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতিটি হঠাৎই তেড়েফুঁড়ে আরেকটি হাতির উপরে চড়াও হয়। রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় দুই দাঁতাল হাতির মধ্যে। হাতিটির মাহুতও সামলাতে গিয়ে প্রায় চাপা পড়ে যাচ্ছিলেন। লড়াইয়ের পরও থামেনি ক্ষিপ্ত হাতিটি।

VIDEO: শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেওয়ার চেষ্টা সঙ্গীকেই, দুই দাঁতালের মল্লযুদ্ধে কেঁপে উঠল দেবতার স্থান
হাতির ভয়ঙ্কর লড়াই।Image Credit: Twitter
| Updated on: Mar 24, 2024 | 9:20 AM
Share

তিরুবনন্তপুরম: উৎসব চলছিল। হাতির পিঠে দেবতার মূর্তি নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল। হঠাৎই মেজাজ হারাল একটি হাতি। রেগেমেগে সোজা শুঁড় দোলাতে দোলাতে তেড়ে গেল অপর আরেকটি হাতির উপরে। দাঁত দিয়ে একে অপরের সঙ্গে গুঁতোগুঁতি শুরু করল। শুধু হাতি নয়, তার পিঠে বসে থাকা মাহুতের উপরও আক্রমণ করল আরেকটি হাতি। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠলেন সবাই। কোনওমতে প্রাণে বাঁচলেন মাহুত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাতির লড়াইয়ের ভিডিয়ো।

ঘটনাটি ঘটেছে কেরলে। থারাক্কাল মন্দিরে চলছিল উৎসব। ‘আম্মাথিরুভদি’ নামক দেবতাকে নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল। গুরুবায়ুর রবিকৃষ্ণান নামক একটি হাতির পিঠে চাপানো হয়েছিল দেবতার মূর্তি। হঠাৎই ওই হাতি কোনও কারণে রেগে যায় এবং সামনেই থাকা ‘পুথুপল্লী অর্জুনন’ নামক আরেকটি হাতিকে আক্রমণ করে।

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতিটি হঠাৎই তেড়েফুঁড়ে আরেকটি হাতির উপরে চড়াও হয়। রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় দুই দাঁতাল হাতির মধ্যে। হাতিটির মাহুতও সামলাতে গিয়ে প্রায় চাপা পড়ে যাচ্ছিলেন। লড়াইয়ের পরও থামেনি ক্ষিপ্ত হাতিটি। প্রায় এক কিলোমিটার রাস্তা তাড়া করে অপর হাতিটিকে। মাহুতের উপরও তিনবার হামলা করার চেষ্টা করে হাতিটি।

দুই দাঁতাল হাতির মধ্যে এমন ভয়ঙ্কর লড়াই দেখে আতঙ্কিত হয়ে পড়েন উৎসবে সামিল দর্শক-ভক্তরা। ভয়ে তারা যে যেদিকে পারেন, পালিয়ে যান। এদিকে, হাতির পিঠে যারা বসেছিলেন, তারাও পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।