AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independence Day 2023: ২০২৩ সালে ৭৬ না ৭৭ তম স্বাধীনতা দিবস? জোর আলোচনা নেটমহলে

নেটিজেনদের একাংশ বলছেন ২০২৩ সালে হবে ৭৬ তম স্বাধীনতা দিবস। অপর অংশ আবার যুক্তি দিচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবসের পক্ষে। কিন্তু এর মধ্য কোনটি সঠিক?

Independence Day 2023: ২০২৩ সালে ৭৬ না ৭৭ তম স্বাধীনতা দিবস? জোর আলোচনা নেটমহলে
ভারতের স্বাধীনতা উদযাপন। ফাইল ছবি। Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 3:27 AM
Share

নয়াদিল্লি: ২০২৩ সালে দেশজুড়ে পালিত হবে ৭৬ তম না ৭৭ তম স্বাধীনতা দিবস? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। স্বাধীনতা দিবসের দিন যত এগিয়ে আসছে এ নিয়ে তত বিভ্রান্তি ছড়াচ্ছে। নেটিজেনদের একাংশ বলছেন ২০২৩ সালে হবে ৭৬ তম স্বাধীনতা দিবস। অপর অংশ আবার যুক্তি দিচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবসের পক্ষে। কিন্তু এর মধ্য কোনটি সঠিক? আর কেনই বা এই দ্বন্দ্ব?

প্রায় দুই শতক ব্রিটিশ শাসনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান দেশের মানুষকে এনে দেয় স্বাধীনতার স্বাদ। ১৯৪৭ সালের ১৫ অগস্টকে প্রথম স্বাধীনতা দিবস ধরলে, এ বছর ১৫ অগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হবে।

কিন্তু নেটিজেনদের একাংশ আবার এই গণনার বিষয়ে অন্য একটি যুক্তি দেখাচ্ছেন। তাঁদের যুক্তি অনুযায়ী ১৯৪৮ সালের ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসের এক বছর পূর্ণ হয়েছে। সেই হিসাব অনুযায়ী এ বছরের স্বাধীনতা দিবস ৭৬ তম।

সংখ্যাতত্ত্বের বিচারে যাই হোক না কেন, স্বাধীনতা দিবস ভারতের কাছে এক বিশেষ দিন। প্রতি বছরের মতো এ বছরেও সাড়ম্বরে পালিত হবে এই দিনটি। ১৫ অগস্ট দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকার উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণও দেবেন তিনি। এ বছর স্বাধীনতা দিবসের থিম ‘নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট’। এ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমৃত কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। সেই যাত্রার অধীনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে সাত হাজার পাত্রে মাটি আনা হয়েছে। সেই মাটি জড়ো করে দিল্লির অমৃত ভাটিকায় লাগানো হবে চারা গাছ।