INDIA Alliance: INLD-র আমন্ত্রণে আজ হরিয়ানায় ইন্ডিয়ার নেতারা, জোটে রাজি হবে কংগ্রেস?

Lok Sabha Election 2024: আইএনএলডি-র আমন্ত্রণে সাড়া দিয়েই আজ প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী দেবীলালের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন ইন্ডিয়া জোটের নেতারা। শরদ পওয়ার, নীতীশ কুমার, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, ফারুক আবদুল্লা, অখিলেশ যাদব যোগ দেবেন এই অনুষ্ঠানে।

INDIA Alliance: INLD-র আমন্ত্রণে আজ হরিয়ানায় ইন্ডিয়ার নেতারা, জোটে রাজি হবে কংগ্রেস?
ইন্ডিয়া জোটে শরিকি বাড়বে?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 12:28 PM

চণ্ডীগঢ়: লোকসভা নির্বাচনেই পেকে গিয়েছে জোটের সলতে। এবার তাতে ‘তেল’ পড়া বাকি। সেই লক্ষ্যেই আজ হরিয়ানায় প্রথম ঐক্য়বদ্ধ রাজনৈতিক কর্মসূচিতে নামছে ইন্ডিয়া জোট। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী দেবী লালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে হরিয়ানার আ়ঞ্চলিক দল আইএনএলডি(INLD)। সেই কর্মসূচিতেই যোগ দিতে যাওয়ার কথা শরদ পওয়ার(Sharad Pawar), নীতীশ কুমার (Nitish Kumar), তেজস্বী যাদব (Tejashwi Yadav), ফারুক আবদুল্লা (Farooq Abdullah), উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)-র মতো নেতারা।

সম্প্রতিই ইন্ডিয়া জোটে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (INLD)-র বিধায়ক অভয় সিং চৌটালা। জনতা দল (ইউনাইটেড)-র তরফেও এই আইএনএলডি-র আবেদনকে সমর্থন জানানো হয় এবং কংগ্রেসকে ‘বড় মনে’র পরিচয় দিতে অনুরোধ করে। বিজেপি বিরোধী কোনও দলকেই ইন্ডিয়া জোট ‘অচ্ছুৎ’ বলে মনে করে না, এই বার্তাও দেয় জেডিইউ।

আইএনএলডি-র আমন্ত্রণে সাড়া দিয়েই আজ প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী দেবীলালের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন ইন্ডিয়া জোটের নেতারা। জানা গিয়েছে, এনসিপি প্রধান শরদ পওয়ার, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে, ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরী এবং তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের মতো প্রথম সারির নেতারা।

কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে গত সপ্তাহেই আইএনএলডির বিধায়ক অভয় সিং চৌটালা বলেছিলেন, “চৌধুরী দেবী লাল তাঁর রাজনৈতিক কেরিয়ার কংগ্রেসের হাত ধরেই শুরু করেছিলেন। আমাদের সঙ্গে একসময়ে বিজেপিরও ভাল সম্পর্ক ছিল। যখন কংগ্রেস দেশকে দুর্বল করে দিচ্ছিল, তখন আমরা বিজেপিকে সমর্থন করেছিলাম। এখন বিজেপি দেশকে ধ্বংস করছে। আমাদের কোনও বাধ্য়বাধকতা নেই। কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে আমাদের কোনও সমস্যা নেই।”