Election Commission: ‘বিজেপি ভোটে ৫০ আসনও পাবে না, তাই পিছনের দরজা দিয়ে NRC’, দিল্লিতে চাপ বাড়াচ্ছে তৃণমূল

Election Commission: তৃণমূলের অভিযোগ, সুস্থ এবং অবাধ নির্বাচনের উপর আক্রমণ শানাচ্ছে বিজেপি। কোনও পার্টির সঙ্গে আলোচনা না করে কমিশন বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু করতে চলেছে। কমিশন মেনে নিচ্ছে তালিকায় ভূতুড়ে ভোটার আছে।

Election Commission: ‘বিজেপি ভোটে ৫০ আসনও পাবে না, তাই পিছনের দরজা দিয়ে NRC’, দিল্লিতে চাপ বাড়াচ্ছে তৃণমূল
ডেরেক ও ব্রায়ায়েন Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 28, 2025 | 2:07 PM

নয়া দিল্লি: দিঘা থেকে সরব হয়েছিলেন মমতা। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে পথে নামতে চলেছে ইন্ডিয়া জোট। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কর্মসূচি নেবে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুর পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগের পর প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। কী কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে। 

তৃণমূলের অভিযোগ, সুস্থ এবং অবাধ নির্বাচনের উপর আক্রমণ শানাচ্ছে বিজেপি। কোনও পার্টির সঙ্গে আলোচনা না করে কমিশন বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু করতে চলেছে। কমিশন মেনে নিচ্ছে তালিকায় ভূতুড়ে ভোটার আছে। ঘাসফুল শিবিরের স্পষ্ট প্রশ্ন, আমাদের সঙ্গে আলোচনা না করে কীভাবে কমিশন পুরো ভোটার তালিকা বদলে ফেলার সিদ্ধান্ত নিতে পারে? বাবা মায়ের জন্ম পরিচয়ের শংসাপত্র দেখাতে বলছে। এটা চক্রান্ত। 

তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের স্পষ্ট কথা, এটা এখন হঠাৎ এটা ঘোষণা হয়েছে। লক্ষ্য বিহার নয়, লক্ষ্য বাংলা। কারণ বাংলায় বিজেপির অভ্যন্তরীণ সার্ভে বলছে, বিজেপি ভোটে ৫০ আসনও পাবে না। তাই এসব করছে। ডুপ্লিকেট ভোটার কার্ড নিয়ে এখনও কিচ্ছু হয়নি। NRC পিছনের দরজা দিয়ে আনছে। জানে বাংলায় হারছে। তাই এসব করছে। তৃণণূল সাংসদ ডেরেক ওব্রায়ানের সাফ কথা, এই ইস্যুতে আমরা সমস্ত ইন্ডিয়া পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করব না।