India-China: বাংলাদেশ তো কোন ছাড়, এবার চিন সীমান্তে প্রস্তুত হচ্ছে ভারত, দেখিয়ে দিল ক্ষমতা
India-China: এবার সিকিমে এলএসি বরাবর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস 'লাইভ ফায়ারিং ডেমনস্ট্রেশন'-র আয়োজন করেছিল। অর্থাৎ ভারতীয় সেনা আগ্নায়স্ত্র নিয়ে এই মহড়ার আয়োজন করে।

সিকিম: কয়েকদিন আগে সীমান্তে বিএসএফ ও বায়ুসেনার যৌথ মহড়া হয়। নাম দেওয়া হয় ডেভিল স্ট্রাইক। যে সময় সীমান্তে নিজের শক্তি প্রদর্শন করছে বায়ু সেনা, সেই সময় ওপাড়ে হাঁ করে দাঁড়িয়ে সবটা দেখছিল বাংলাদেশ। তবে শুরু বাংলাদেশ নয়, এবার চিনকেও বলে-বলে টেক্কা দিতে তৈরি হল ভারত। এবার সিকিমে এলএসি বরাবর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস ‘লাইভ ফায়ারিং ডেমনস্ট্রেশন’-র আয়োজন করেছিল। অর্থাৎ ভারতীয় সেনা আগ্নায়স্ত্র নিয়ে এই মহড়ার আয়োজন করে। চিন সীমান্তে এই মহড়া কতটা তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার এ দেশ বুঝিয়ে দিল, বাংলাদেশ তো কোন ছাড়, তীব্র শক্তিধর রাষ্ট্রকেও যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত।
এদিনের মহড়াটি সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল। যদি বিদেশি শত্রু হামলা করে তাহলে কীভাবে সঙ্গে-সঙ্গে যোগ্য জবাব দেবে সেনা তারই মক ড্রিল হয়ে গেল। শত্রুপক্ষের উপর গুলি চালিয়ে এই ত্রিশক্তি কর্পস বুঝিয়ে দিল কোনও শত্রুকে ডরায় না তারা।
প্রসঙ্গত, প্রতিবেশী চিনের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারত। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের জবরদখলের চেষ্টা ২০২০ সালেই দেখেছে ভারত। সেই ঘটনাকে মাথায় রেখেই এবার সিকিমেও সীমান্তের কাছে মহড়া চালাল।





